ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আফগানিস্তানই ফেভারিট, রশিদকে নিয়ে মাতামাতির কিছু নেই: সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১৫:২১:৩৩
আফগানিস্তানই ফেভারিট, রশিদকে নিয়ে মাতামাতির কিছু নেই: সাকিব

ভারতের এই ট্রুনামেন্টে সাকিব খেলেছেন সানরাইজার্সের হয়ে। সেখানেই সতীর্থ ছিল রশিদ খান। আর এই রশিদ খানের আফগানিস্তানের বিপক্ষেই এবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি হবে ভারতের দেরাদুনে। এর আগে এই মাঠে খেলা হয়নি কখনোই। তাই উইকেটের অবস্থাও জানেনা সাকিব। তবে স্পোর্টিংয়েরই আশা করছেন সাকিব।

এই ম্যাচে ফেভারিট কারা? প্রশ্নের উত্তরে সাকিবের সোজাসাপ্টা উত্তর, তারা র‍্যাংকিংয়ে আট নম্বরে আছে। আমরা ১০ নম্বরে। সুতরাং তারাই ফেভারিট।

আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান নিয়ে সাকিবের মন্তব্য, আন্তর্জাতিক ক্রিকেটে সবাই কম বেশি ভালো পারফরমার। কাউকে নিয়ে খুব বেশি কথা-বার্তা, আলোচনার কিছু নেই। আমার মনে হয়, রশিদ খানকে নিয়ে অনেক কথা হচ্ছে। এখন আমি যদি রশিদ খান প্রসঙ্গে কোনো কথা না বলি। তার বিষয়ে আমার মনে হয় না, আলাদা করে কোনো কিছু বলার প্রয়োজন আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে