ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বিশ্ব একাদশের হয়ে খেলতে ঢাকা ছাড়ছেন তামিম, জেনেনিন ম্যাচের সময়সূচী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১৩:৩৭:৫৪
বিশ্ব একাদশের হয়ে খেলতে ঢাকা ছাড়ছেন তামিম, জেনেনিন ম্যাচের সময়সূচী

গত বছর ক্যারিবিয়ানে হারিকেনে ক্ষতিগ্রস্থ স্টেডিয়ামগুলোর সংস্কারে জন্য আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচের। আগামী বৃহস্পতিবার ৩১ মে লর্ডসে বিশ্ব একাদশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ম্যাচটিকে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদাও।

বাংলাদেশ থেকে তামিম ও সাকিব আল হাসানকে রাখা হয়েছিল বিশ্ব একাদশে। কিন্তু সাকিব পরে নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যক্তিগত কারণে। তামিম ম্যাচটি খেলতে ঢাকা ছাড়ছেন শনিবার রাতে।

দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের আগে তামিম শোনালেন তার রোমাঞ্চের কথা। ম্যাচ নিয়েও উদ্বেলিত তামিম। যে মাঠে অনেক সুখস্মৃতি আছে, সেই লর্ডসে খেলতে যাচ্ছেন, কেমন লাগছে?

তামিমের জবাব, ‘স্মৃতি যদি ভালো নাও থাকতো, তাহলেও লর্ডসে গিয়ে ভালো লাগতো। কারণ, লর্ডসে আমাদের খুব বেশি খেলা হয় না। আবার ওখানে অনেক দিন পর খেলব, সে জন্য অবশ্যই এক্সাইটেড।’

তবে তামিমের শেষ কথা, লর্ডসে খেলার একটা আলাদা মোহ ও রোমাঞ্চ ভিতরে কাজ করলেও বিশ্ব একাদশের হয়ে খেলবেন- সেটা অনেক বড় বিষয় তার কাছে। তাই তো মুখে এমন সংলাপ, ‘লর্ডসে খেলার চেয়েও ওয়ার্ল্ড ইলেভেনকে প্রতিনিধিত্ব করা আমার কাছে বড় ব্যাপার।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে