ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আইপিএলে উইকেট শিকারীর শীর্ষে থাকা পাঁচ বোলার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১৩:৩৩:৩৩
আইপিএলে উইকেট শিকারীর শীর্ষে থাকা পাঁচ বোলার

অ্যান্ড্রু টাই: নিয়মিত উইকেট শিকার করেছেন রশিদ খান, সাকিব আল হাসান, সুনিল নারাইনরা। তবে তাদের টপকে সর্বোচ্চ উইকেট শিকারী কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যান্ড্রু টাই। মাত্র ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করে টেবিল টপার হন অজি পেসার।

রশিদ খানরশিদ খান: টাইয়ের পরে রয়েছেনিআধুনিক ক্রিকেটের বিস্ময় সানরাইজার্স হায়দরাবাদের স্পিন জাদুকর রশিদ খান আরমান। ১৭ ম্যাচে তার শিকার ২১ উইকেট। এবারের আইপিএলে সর্বাধিক ডট বলের মালিকও তিনি। পুরো আইপিএল জুরে ১৬৮টি ডট বল দেন এই কুড়ি বছরের তরুণ।

সিদ্ধার্থ কাউলসিদ্ধার্থ কাউল:আফগান তরুণের সমানসংখ্যক ম্যাচে খেলে সমান উইকেট নিয়ে তিনে রয়েচেন রশিদের সতীর্থ সিদ্ধার্থ কাউল।

উমেশ যাদবউমেশ যাদব: সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চারে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার উমেশ যাদব। ১৪ ম্যাচে তার শিকার ২০ উইকেট।

হার্দিক পাণ্ডিয়াহার্দিক পাণ্ডিয়া: ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিয়াক পাণ্ডিয়া।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে