ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

৪০ বছর বয়সেও যেসব অভিনেত্রীরা বলিউড কাঁপাচ্ছেন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১২:২০:০৯
৪০ বছর বয়সেও যেসব অভিনেত্রীরা বলিউড কাঁপাচ্ছেন

১. সুস্মিতা সেন

সিঙ্গেল মা এবং প্রথম মহিলা যিনি মিস ইউনিভার্সের খেতাব পেয়েছিলেন সেই সুস্মিতা সেন ৪১ বছর বয়সেও এক অসাধারণ সুন্দরী লাগেন ।

২. শিল্পা শেট্টি

তিনি ফিটনেস এবং অন্যদের জন্য একটি অনুপ্রেরণার জন্য পরিচিত, কে বলবে শিল্পা শেট্টি ৪২ বছর বয়সী ।

৩. সোনালী বেন্দ্রে

সোনালী বেন্দ্রে এখনও সুন্দরী, কে বলবে উনি ৪০ বছর বয়সী।

৪. করিষ্মা কাপুর

লোলো মানে করিষ্মা কাপুর যিনি ৪২ বছর বয়সী এবং দুই বাচ্চার মা কে বলবে বলুনতো ?

৫. রবীনা ট্যান্ডন

ভারতীয় নায়িকা এবং মডেল রবীনা ট্যান্ডান ৪২ বছর বয়সী । এখনো এই বয়সে তিনি সমান সুন্দরী।

৬. প্রীতি জিন্টা

৪২ বছর বয়সে প্রীতি জিন্টা এখনো তার লালিত্ব এবং চটক দিয়ে সবাইকে অবাক করে ফেলতে পারে ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে