ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

যেভাবে তিন অভিনেত্রীর সঙ্গে রোমান্স করবেন ভাইজান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১২:১৮:৫৫
যেভাবে তিন অভিনেত্রীর সঙ্গে রোমান্স করবেন ভাইজান

এরপরেই তাঁর অসংখ্য ভক্তগণের জন্য ‘ভারত’ নিয়ে আসছেন সালমান। ১৪ বছর পর আবার এক ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সালমান খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু এখানেই শেষ নয়, রয়েছে চমকের পর চমক!

দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘Ode To My Father’ থেকে প্রভাবিত ভারত ৷ যেখানে তুলে ধরা হবে ভারতের ইতিহাসকে ৷ স্বাধীনতার পরবর্তী সময় অর্থাৎ ১৯৫০ থেকে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি ফুটিয়ে তোলা হবে ছবিটিতে৷ সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, সালমান খানের এতদিনের ফিল্মি কেরিয়ারে হয়ত সবচেয়ে চ্যালেঞ্জের সিনেমা হতে চলেছে ভারত৷ এই ছবিতে পাঁচবার পরিবর্তন করা হবে তাঁর লুকে৷ তুলে ধরা হবে, এক ব্যক্তির ১৮ থেকে ৭০ বছর পর্যন্ত জীবন কাহিনি৷ দেখানো হবে চরিত্রের নানান দিক ৷

রিলিজ তো দূর, শ্যুটিং শুরুর আগে থেকেই চর্চায় রয়েছে ভারত৷ দীর্ঘ দুইবছর বলিউড থেকে দূরে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ হলিউডের কাজে ব্যস্ত তিনি৷ তবে ফিরছেন তিনি, ১৪ বছর পর সালমানের সঙ্গে ভারতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে৷ ইতিমধ্যেই এই নিয়ে রীতিমতো উত্তেজিত সালমান-প্রিয়াঙ্কা ফ্যানরা৷ এরই মধ্যে এসেছে এমন খবর যা ফ্যানেদের আনন্দকে আরও দু’গুণ বাড়িয়ে দেবে৷

জানা গিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও ভারতে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দিশা পাটানি ও ক্যাটরিনা কাইফ । সালমানের কিশোর বয়সের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করবেন দিশা এবং যুবক সলমনের দুই গার্লফ্রেন্ড হবেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা ৷ চলতি বছরের মাঝামাঝিতে কাজ শুরু হতে চলেছে আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির ৷ রেস ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি রেস-থ্রি নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত সালমান৷

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে