ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

অবশেষে সোনমের বিয়েতে না যাওয়ার কারণ জানালেন দীপিকা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১২:১৬:৩৩
অবশেষে সোনমের বিয়েতে না যাওয়ার কারণ জানালেন দীপিকা

কেন সোনমের বিয়েতে হাজির ছিলেন না দীপিকা? দুই নায়িকার মধ্যে কি কোনও লড়াই রয়েছে? সে কারণেই কি সোনমের বিয়ে এড়িয়ে গিয়েছেন দীপিকা? এ সব নিয়ে বহু চর্চা হয়েছে বলি পাড়ায়। এ বার প্রকাশ্যেই সে সবের উত্তর দিয়েছেন দীপিকা।-খবর আনন্দবাজারপত্রিকার।

সম্প্রতি মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন দীপিকা। সেখানে সোনমের বাবা অনিল কপূরের সঙ্গে তার দেখা হয়। অনিলের সঙ্গে দীপিকার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিওতে নাকি অনিল কপূরের কাছে সোনমের বিয়েতে উপস্থিত না থাকার জন্য ক্ষমা চাইতে দেখা গিয়েছে দীপিকাকে। অনিল বলেন, আমি তোমাকে মিস করেছি। এর উত্তরে দীপিকা বলেছেন, আমি জানি। দুঃখিত। ওই সময়টা আমি কান উৎসবে ছিলাম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে