ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

প্রভাস-আনুশকার বিয়ে অসম্ভব!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১১:৫৮:১২
প্রভাস-আনুশকার বিয়ে অসম্ভব!

এ রকমই প্রভাস-আনুশকার সম্পর্ক নিয়ে নানান কথা মাঝে মধ্যেই শোনা যায়। যদিও প্রভাস বা আনুশকা কেউই কখনো তাদের সম্পর্কে কথা স্বীকার করেননি। শুধুই ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন দুজনেই।

একটি বিশেষ সূত্রের বরাত নিয়ে জি নিউজ জানায়, প্রভাস কখনো আনুশকার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন না। যার প্রধান কারণ হলো প্রভাসের পরিবার।

জানা যাচ্ছে, প্রভাসের পরিবার নাকি ভীষণই রক্ষণশীল। তারা কখনো আনুশকাকে প্রভাসের স্ত্রী হিসাবে মেনে নেবেন না। কারণ প্রভাসের পরিবার নাকি ‘লাভ ম্যারেজ’-এরই বিরোধী।

বিশেষ করে প্রভাসের বাবা ও চাচা দুজনেই অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে, আর প্রভাস বাবা ও চাচার খুব কাছের। তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি কখনোই আনুশকাকে বিয়ে করবেন না। এমনকি এই কারণে তারা নাকি তাদের সম্পর্ককে বন্ধুত্বের থেকে এগিয়ে নিয়ে যাননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রভাসের পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

তাই প্রভাস-আনুশকার ভক্তরা যারা বাস্তবে তাদের বিবাহ বন্ধনে বাঁধা পড়তে দেখতে চান, তাদের স্বপ্ন হয়ত চিরকালই অধরাই রয়ে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে