ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আমি যোদ্ধা: সালাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১১:৪৫:৫৪
আমি যোদ্ধা: সালাহ

ভেজা চোখে প্রিয় তারকার চলে যাওয়া দেখে সমর্থকদের বুকের ভেতর হু হু করে বাতাস বয়ে গেল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বাকি সময়টা খেলতে পারেননি সালাহ। সালাহর অনুপস্থিতি টের পেল লিভারপুল। তাদের শিরোপা জয়ের স্বপ্ন হলো চুরমার।

এরপর হতাশা আরো দীর্ঘায়িত হচ্ছে। সংশয় জেগেছে মিসরের হয়ে রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া নিয়েও। এর মধ্যেই অনেকে বলে দিয়েছেন—বিশ্বকাপে থাকছেন না সালাহ। কারণ, যে চোট তিনি পেয়েছেন, সেটা সারতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ লেগে যাবে। খোদ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর বিশ্বকাপে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু সালাহ? তার কণ্ঠে যে অন্য সুর। ফিরে আসার প্রত্যয়। বিশ্বকাপে খেলা নিয়ে আত্মবিশ্বাসী সালাহ বললেন, ‘আমি যোদ্ধা। ভক্তদের উদ্দেশে বলতে চাই, আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দেয়, প্রেরণা জোগায়। যেটা আমার খুব প্রয়োজন।’

তবে সব শেষে ভক্তদের আস্বস্ত করেন সালাহ। এক টুইট বার্তায় মিসরীয় এই ফরোয়ার্ড নিজের চোট ও রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে বলেছেন, ‘সত্যি কঠিন একটা রাত পার করেছি, কিন্তু আমি যোদ্ধা। সংশয় আছে। তবুও আপনাদের গর্বিত করতেই রাশিয়ায় থাকা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে শক্তি জোগাবে।’

আশায় বুক বেঁধে আছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। আর মিসর জাতীয় ফুটবল দলের চিকিৎসক আবু আল-ওলা তো বলেই দিয়েছেন, ৪ জুন বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকবেন সালাহ। এই কথা যেন সত্যি হয়—সালাহর ভক্তরা নিশ্চয় এটাই চাইছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে