ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নির্যাতনের বর্ণনা শোনাল সৌদি ফেরত এক নারী শ্রমিক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১১:৪২:৪৬
নির্যাতনের বর্ণনা শোনাল সৌদি ফেরত এক নারী শ্রমিক

রোববার রাতে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে সাংবাদিকদের কাছে এসব নির্যাতনের কথা বলেন। এ নিয়ে প্রায় ২০০ নারী শ্রমিক দেশে ফেরত এলেন।

বিমানবন্দর থেকে জানানো হয়, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে ৪০ নারী ফেরত এসেছেন। এর আগে তাদের স্বজনরা বিমানবন্দরে আসেন।

বিমানবন্দর থেকে সৌদি ফেরত নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, সৌদি যেতে তিনি এক দালালের খপ্পরে পড়েন। সেখানে মালিক কাজ করাতো, তবে ঠিক মতো খাবার দিতো না। সারা দিন দুই টুকরো রুটি খেয়ে দিন কাটাতে হতো। অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে রিয়াদের সফরজেলে ঠাঁই হয়। সেখান থেকে দূতাবাসের সহযোগিতায় দেশে আসা।

তার মতো আরো অনেক বলেন, ওই দেশের মানুষ আমাদের দেশের মানুষের মতো না। মনে করে, কিনে নিয়েছে, দাসীর মতো খাটায়। কাজ করলেও ঠিক মতো টাকা দেয় না। খারাপ প্রস্তাব দেয়। ইজ্জতের ভয়ে অনেকেই পালিয়ে আসে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে