ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বয়সটা শুধু মাত্র একটা সংখ্যা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১১:২৬:৫৮
বয়সটা শুধু মাত্র একটা সংখ্যা!

জয়ের পরে সবাই যখন উদযাপনে ব্যস্ত তখন ধোনিকে লাগছিলো বেশ স্বাভাবিকই। তার মাঝে মধ্যে উচ্ছ্বাসের লেশমাত্র নেই। এক মুখ হাসি নিয়েই মেয়েকে নিয়ে মাঠে প্রবেশ করলেন।

পুরস্কার নিতে এসে আসলে উদযাপন নিয়ে ধোনিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। কাল চেন্নাই ফিরে যাব। তার পরে সবাই মিলে উৎসব পালন করা যাবে।’

টি-টোয়েন্টিতে ধোনি বয়সটাকে তুচ্ছ মনে করেন। তার কাছে এটা শুধু মাত্রই একটা সংখ্যা। তাছাড়া তিনি মানেন যে বয়সের চেয়ে ফিটনেসটাই আসল। কাল টি-টোয়েন্টিতে তরুণদের গুরুত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেটা পাল্টা জবাব দেন।

তিনি বলেন, বয়সটা আমার কাছে শুধু মাত্র একটা সংখ্যা। বয়সের চেয়ে ফিটনেসই বেশি গুরুত্বপূর্ণ। যেমন রায়ডু,ওর বয়স ৩৩, কিন্তু সে যথেষ্ট ফিট। সারা মাঠ জুড়ে শট মারতে পারে। আর যারা মাঠে বেশি দৌড়তে পারে, তাদেরই ক্যাপ্টেনরা বেশি চায়। বয়স ১৯-২০ হলে তাকে ছটফটে হতে হবে। ওয়াটসন ৩৬-এসে ও কী করল, তা নিজের চোখেই সবাই দেখলেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে