ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

২০০৮-২০১৮ পর্যন্ত দেখে নিন বিজয়ীদের তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ১১:১২:৪৩
২০০৮-২০১৮ পর্যন্ত দেখে নিন বিজয়ীদের তালিকা

এর আগে ২০১০ ও ২০১১ সালে টানা শিরোপা জেতে তারা। কিন্তু ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়ে যায় দলটি। ফলে খেলতে পারেনি ২০১৬ ও ২০১৭ সালের আইপিএল। কিন্তু নির্বাসন থেকে ফিরেই শিরোপা উদযাপনে মেতে উঠলো দলটি।

আইপিএলের ১১ আসরে মোট ছয়টি দল শিরোপার স্বাদ পেয়েছে। এর মধ্যে প্রথম আসরের শিরোপা ঘরে তোলে রাজস্থান রয়্যালস। তবে প্রথম দল হিসেবে টানা দুইবার শিরোপা জেতে চেন্নাই। আর মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতে। চলতি আসরের শিরোপা জিতে সেই দলে যোগ দিয়েছে চেন্নাই। আইপিএলে সব চেয়ে বেশি বার ফাইনালে ওঠার রেকর্ডও চেন্নাইয়ের। প্রথম আসরের এই ফাইনালিস্ট দলটি সব মিলিয়ে ৭ বার ফাইনাল খেলেছে। এরপর সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে মুম্বাই। তারা মোট ফাইনাল খেলেছে ৪ বার।

সাফল্যের হার বিবেচনায় কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালের অন্যতম সফল দল বলা যায়। দলটি ২০১২ ও ২০১৪ সালে ফাইনালে ওঠে এবং দুইবারই শিরোপা জেতে। অর্থাৎ তাদের ফাইনালে উঠে শিরোপা জয়ের হার শতভাগ। এছাড়া আইপিএলের প্রথম আসরে রাজস্থান ও দ্বিতীয় আসরে ডেকান চার্জার্স ফাইনালে উঠে শিরোপা জেতে। এরপর আর দল দুটি ফাইনালে উঠতে পারেনি। ডেকান চার্জার্স অবশ্য ২০১২ সালের পর বিলুপ্ত হয়ে যায়। এছাড়া হায়দ্রাবাদ এ নিয়ে দুইবার ফাইনালে ওঠে। এর মধ্যে ২০১৬ সালে দলটি শিরোপা জেতে।

এদিকে সবচেয়ে বেশি ফাইনালে উঠে শিরোপা জিততে না পারা দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। দলটি ৩বার ফাইনালে উঠেছিল। আর কিংস ইলেভেন পাঞ্জাব (২০১৪) ও রাইজিং পুনে সুপারজায়ান্ট (২০১৭) একবার করে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে