ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ওয়ার্নারকে উইলিয়ামসনের উপহার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৮ ০০:১৫:১৮
ওয়ার্নারকে উইলিয়ামসনের উপহার

আর আইপিএল শেষে যদি উত্তর দিতে হয় তাহলে নিঃসন্দেহে বলা যায়, কেন উইলিয়ামসন দুই দিক দিয়েই তার দায়িত্ব পূরণ করতে সক্ষম হয়েছেন। হায়দ্রাবাদেকে তুলেছেন ফাইনালে, কিন্তু আক্ষেপ দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন করতে পারেননি দলকে।

বল টেম্পারিং কান্ডের পর ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর আইপিএলে থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। যেকারণে মৌসুম শুরুর ঠিক আগে বড় ধাক্কা খায় সানরাইজার্স হায়দ্রাবাদ।

২০১২ সাল থেকে সানরাইজার্সের জার্সিতে আইপিএল মাতানো এই ক্রিকেটার ছিলেন দলের নিয়মিত সদস্য। আর প্রত্যেক মৌসুমে তার কাছ থেকে ৫০০'র কাছাকাছি বা তার উপর রান পেয়ে থাকে হায়দ্রাবাদ শিবির।

আর ২০১৬ সালে হায়দ্রাবাদকে প্রথম শিরোপা এনে দেয়ার মৌসুমে অধিনায়ক ওয়ার্নারের ব্যাট থেকে এসেছিল ৮৪৮ রান। সেই সঙ্গে অধিনায়কত্ব দিয়ে নজরকেড়েছিলেন সকলের। তাই হুট করে তাকে না পাওয়া বড় সমস্যা হয়ে যায় টম মুডি শিষ্যদের জন্য।

এরপরই দায়িত্ব দেয়া হয় কেন উইলিয়ামসনকে। যিনি হায়দ্রাবাদের দলে থাকলেও আগের কয়েক আসরে নিয়মিত ছিলেন না দলের একাদশে। ওয়ার্নারের এই ধাক্কা থেকে হায়দ্রাবাদকে টেনে তোলার কাজটা ছিল তারই।

আর দিন শেষে বলতেই হয় দায়িত্বটা অসাধারণভাবে পালন করেছেন তিনি। ব্যাট হাতে ১৭ ম্যাচ খেলে করেছেন ৭৩৫ রান। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব দিয়ে প্রশংসা কেড়ে নিয়েছেন সকলের।

বিশেষ করে দলের বোলারদের কাছ থেকে ঠিক ভাবে কাজ আদায় করে নিতে সক্ষম হয়েছেন এই কিউই ব্যাটসম্যান। দলকে রাউন্ড রবিন লীগে শীর্ষে রেখে প্লে-অফে নিয়ে গিয়েছেন তিনি। তার বিচক্ষণ অধিনায়কত্ব এবং চতুরায় সাকিবরা নিজেদের স্বাচ্ছন্দ্য মত খেলেছে।

দলের খেলোয়াড়দের চাপমুক্ত রেখে তাদের কাছ থেকে সবকিছু আদায় করে নিয়েছেন তিনি। আর হায়দ্রাবাদকে নিয়ে গিয়েছেন তাদের দ্বিতীয় ফাইনালে। তাই নিঃসন্দেহে বলা যায় ওয়ার্নরের দায়িত্বটা ঠিক ভাবেই পালন করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে