ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফলাফলে এগিয়ে চেন্নাই হায়দরাবাদ জিরোতে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ২০:০৭:০৫
ফলাফলে এগিয়ে চেন্নাই হায়দরাবাদ জিরোতে

তবে পুর্বের ফলাফল বলছে চেন্নাইয়ের মুখোমুখি হলেই দুর্বল হয়ে পড়ে সাকিবের চেন্নাই। আবারের আইপিএল সিজন ১১ তে তিন বার মুখোমুখি হয়েছে চেন্নাই ও সানয়াইজার্স কিন্তু এই তিন ম্যাচের একটিও জয় করতে পারেন নি সাকিবের দল সানরাইজার্স।

আবার অপর দিকে চেন্নায় বেশ ফুরফুরে ম্যাজাজে আছে। পূর্বের ফলাফলের হিসাবে চেন্নাই অনেকটা এগিয়ে সানরাইজার্স থেকে। চেন্নাই ৩ সানরাইজার্স ০। আইপিএলের এখন পর্যন্ত ১১ আসরের মধ্যে ৬টিতেই ফাইনালে খেলেছে পয়েন্ট টেবিলে সেরা দুই দল। এর মধ্যে দ্বিতীয় হয়ে শেষ করা দল ৪বার আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে। আর পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে শেষ করা দল ২০১৭ সালে ফাইনাল জিতেছে।

তবে চেন্নাই ফাইনালের তিন বার হেরেছে ২০১২, ২০১৩ ও ২০১৫তে। আবার হায়দরাবাদ ৪র্থবার শিরোপা জয়ের দ্বার প্রান্তে। আবার চেন্নাইয়ের সুরেশ রাইনা আর আমাত্র ৪৭ রান করলেন পৌঁছে যাবেন দারুণ এক মাইল ফলকে। তবে সাইওরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন অরেঞ্জ ক্যাপের মালিক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে