ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফাইনালে আজ শক্তির বিচারের চেন্নাই থেকে অনেক এগিয়ে হায়দ্রাবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১৭:৫৪:৪০
ফাইনালে আজ শক্তির বিচারের চেন্নাই থেকে অনেক এগিয়ে হায়দ্রাবাদ

অনেক সমালোচনা থাকলেও, অর্থ, গ্ল্যামার আর আয়োজনের দুরদর্শিতা দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের মূল আকর্ষণটা কিন্তু আইপিএলে-ই। ২০০৮ সাল থেকে শুরু করে প্রতি বছর মাঠে উত্তাপ ছড়িয়েছে আইপিএল। আর তাই ফাইনাল সবচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

শিরোপার দাবিদার এবারে চেন্নাই সুপার কিংস ও সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। টি-টোয়েন্টিতে কেউই নাকি ফেবারিট না। তবে, ক্রিকেট পন্ডিতরা এবারের আসরে শক্তির বিচারে এগিয়ে রাখেছেন হায়দ্রাবাদকে। ব্যাটিং গভিরতার সাথে। আট দলের মধ্যে বোলিংয়ে সবচেয়ে ধারালো দল হায়দ্রাবাদ।

সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায় দুই তিন নম্বরে হায়দ্রাবাদের দুই বোলার রশিদ খান ও কাউল। ব্যাটিংয়ে মেলে ধরতে না পারলেও, ১৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে হায়দ্রাবাদকে ফাইনালে তোলার অন্যতম নায়ক বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি এই দলে আছেন বলেই টাইগার সমর্থকদের প্রার্থনা থাকবে হায়দ্রাবাদের জন্য।

অন্যদিকে, ধোনি নেতৃত্বে দুরবার দুই মৌসুম পর আইপিএল খেলতে আসা চেন্নাই সুপার কিংস। আইপিএলে ধোনির নেতৃত্বে ৯ম বারের মতো খেলতে এসে ৭ম বারের মতো ফাইনালে খেলছে চেন্নাই। এবারে ধোনি ব্যাট হাতে নয়। উইকেটের পেছনে দুর্দান্ত নেতৃত্ব গুণ দৃষ্টি কেড়েছে সবার।

বোলিংয়ের তুলনায় ব্যাটিং গভীরতা বেশ চেন্নাইয়ের। যদিও সেরা পাঁচের এক নম্বরে আছেন হাযদ্রাবাদের অধিনায়ক শেন উইলিয়ামসন। চার নম্বরে চেন্নাইয়ের প্রতিনিধি আম্বাতি রাইডু। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরিয়ান শেন ওয়াটসন ম্যাচের স্পট লাইট কেড়ে নিতে পারেন ফাইনালের মঞ্চে। আর হায়দ্রাবাদের স্বপ্ন ভঙ্গের কারণ হতে পারেন ডু প্লেসি, ব্রাভো ও ধোনির আপোষহীন ব্যাট।

আপেক্ষা শেষে এখন ফাইনাল মঞ্চায়নের পালা। ও হ্যাঁ, যারা হায়দ্রাবাদের হয়ে বাজি ধরছেন তাদের একটা তথ্য দিতেই হচ্ছে। এবারের আসরে দু’দলের তিন বারের সাক্ষাতে একবারো কিন্তু, জিততে পারেনি সাকিবের হায়দ্রাবাদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে