ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

জানা গেল সালাহর কাধের এক্স-রে রিপোর্ট, বিশ্বকাপ খেলতে পারবেন কি সালাহ? জেনে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১৫:৫৭:২৪
জানা গেল সালাহর কাধের এক্স-রে রিপোর্ট, বিশ্বকাপ খেলতে পারবেন কি সালাহ? জেনে নিন

আর তাই হয়তো বারবা চোখ ভিজে যাচ্ছিল সালাহর। তাঁর এই কষ্টে কান্নায় সামিল হয়েছিল পুরো বিশ্ব। কারনটা যে খুবই কষ্টের, সালাহ শুধু চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকেই বাদ পরেনি, সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে মিশরের আশার প্রতীক সালাহর বিশ্বকাপ। কেননা কাধের ইনজুরির জন্য অন্তত ১২ থেকে ১৪ সপ্তাহ জন্য সালাহর দেখা মিলবে না মাঠে।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ক্লপ জানিয়েছিলেন, সালাহর ইনজুড়ি গুরুতর। তার বিশ্বকাপ মিস হতে পারে।

আর ক্লপের এই কথাকে ভিত্তিহীন প্রমাণ করে দিল মিশর। তাদের দাবি সালাহ মিশলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলতে মাঠে নাববে। দেশটি জানিয়েছে, সালাহর কাধের এক্স-রে করানো হয়েছে। সেখানে দেখা গেছে ইনজুড়ি ততটা গুরুতর নয়। সুস্থ হতে ২ সপ্তাহ সময় লাগবে।

মিশরের ফুটবল ফেডারেশনের এই কথায় আশ্বস্ত হতে পারেন সালাহ ও মিশর ভক্তরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে