ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

‘রামোস ইচ্ছা করেই এ কাজ করেছে’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১৫:৫৪:২৬
‘রামোস ইচ্ছা করেই এ কাজ করেছে’

মিশরীয় সাবেক ফুটবল তারকা আহমেদ হোসাম মিদো অনেকটা চটে গিয়েছেন রিয়ালে রামোসের উপর । তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন,‘যারা ফুটবল খেলা বুঝে তাদের সবার কাছে পরিষ্কার রামোস এটি ইচ্ছা করেই করেছে। এমন পরিস্থিতিতে যে কোনো খেলেয়াড় তার হাত সরিয়ে নিতে সক্ষম। কিন্তু রামোস সালাহর হাতকে ধরে রেখেছিল।’

চলতি মৌসুমে মোহাম্মদ সালাহ নিজের ধারুণ পারফরম্যান্স দিয়ে রয়েছে সবার উপরে। তার হাত ধরেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল লিভারপুল। তাকে আকড়েই দীর্ঘ ১৩ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল। আর সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সালাহ’র জন্য।প্রথমার্ধের ৩০ মিনিটে রিয়াল ডিফেন্ডার রামোসে কাটিয়ে যখন সালাহ এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই রামোসের সঙ্গে ধাক্কা লাগলে কাঁধে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন মিশরীয় ফরোয়ার্ড৷

এদিকে সালাহ ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে হয়তো তার খেলার সৌভাগ্য হচ্ছে না।

চিকিৎসকরা বলেছেন, বেশ লম্বা সময় সালাহকে বিশ্রাম ও চিকিৎসা নিতে হবে।

যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানিয়েছে, মোহাম্মদ সালাহর কাধে যে ধরনের চোট লেগেছে তা সারতে সাধারণত ১২-১৬ সপ্তাহ লাগবে। তবে বিশ্বমানের চিকিৎসার কারণে হয়তো অতটা সময় নাও লাগতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে