ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

চেন্নাই শিবিরে দুশ্চিন্তার কারণ একজনই

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১৪:০৯:৩৮
চেন্নাই শিবিরে দুশ্চিন্তার কারণ একজনই

২০১৫ থেকে দু’বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। ঠিক দু‘বছর পর আইপিএলে ফিরে ধোনির নেতৃত্বে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে চেন্নাই।

ফাইনাল ম্যাচে হয়ত এমন একটি স্কোয়াড নিয়ে মাঠে নামবেন ধোনি। ওয়াটসন, রাইডু, ধোনি, ব্রাভো, রাইনা-কে নিয়ে শক্তিশালী ব্যাটিং স্কোয়াড গড়বে চেন্নাই। আবার ধোনির ঝুলিতে রয়েছেন লুঙ্গি এনগিদি, জাদেজা, শার্দূল ঠাকুর, দীপক চাহারের মতো বোলিং অস্ত্র।

তার পরেও একটি দুশ্চিন্তায় ভুগছেন ধোনি। নিজের দলের কোন খেলোয়াড়কে নিয়ে নয়। দুঃশ্চিন্তার কারণ প্রতিপক্ষের এক তরুণ। ধোনির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে রশিদ খানের লেগস্পিন। কারণ বছর কুড়ির এই ছেলেটার স্পিন বিষে নাস্তানুবাদ হচ্ছে তাবড় তাবড় ব্যাটসম্যানরা।

আধুনিক ক্রিকেটের বিস্ময়।আর দুশ্চিন্তা কেনই বা বাড়বে না ধোনির। ইতোমধ্যে রশিদের বোলিংয়ের প্রশংসা করেছেন শচিন টেন্ডুলকার এবং শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরাও। শচিন টুইট করেন, ‘সব সময়ই মনে হয়েছে, রশিদ বেশ ভাল স্পিনার। কিন্তু এখন বলব, এই ফর্ম্যাটে রশিদই সেরা।’

ওয়ার্ন লিখেছেন, ‘আইপিএলে বিভিন্ন লেগস্পিনারকে দেখতে খুব ভাল লাগছে। তবে রশিদকে বল করতে দেখে গর্ব বোধ করছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে