ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এবারের ফাইনাল অনেক আলাদাঃ ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১২:১৪:৫১
এবারের ফাইনাল অনেক আলাদাঃ ধোনি

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে জানান, 'এবারের ফাইনাল অবশ্যই এর আগের সবগুলোর চাইতে আলাদা। ফাইনালের জন্য আমাদের অভিজ্ঞ সেরা একাদশ তৈরি। অভিজ্ঞতা অবশ্যই দারুণ কিছু। তবে এটাই সবকিছু নয়।'

'আমরা সবসময় দল হিসেবে ভালো খেলতে চাই। তবে একজন যখন বেশি ভালো করে তখন অবশ্যই বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। ফাইনালে চেষ্টা থাকবে দলীয় প্রচেষ্টায় কিছু করার।'

এদিকে ছেড়ে কথা বলতে নারাজ সাকিবদের সানরাইজার্স হায়দ্রাবাদও। নিজেদের বোলিং ইউনিটের প্রতি পরিপূর্ণ ভূমিকা আছে কোচ টম মুডির। একইদিনে গণমাধ্যমে জানান,

'তারা পুরো আসরে দারুণ বল করেছে। আসরের শুরু থেকেই আমরা বিভিন্ন উইকেটে খেলেছি। আর উইলিয়ামসনের নেতৃত্বে আমরা দারুণ করেছি। পুরো বিশ ওভারে কে কখন বল করবে সবই ফলাফল আনতে কাজে দিয়েছে আমাদের।'

তবে পুরো আসরেই স্লো উইকেটে বেশি খেলেছে হায়দ্রাবাদ। ফ্ল্যাট উইকেটে তুলনামূলক কম ম্যাচে খেলেছে তারা। ফাইনালের আগে ফ্ল্যাট উইকেটের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। মুডি জানান,

'আমি মনে করি ফাইনালে আমাদের ফ্ল্যাট উইকেটে ম্যাচ খেলার অভিজ্ঞতা গুলো কাজে লাগবে। সব ম্যাচে আমরা হয়তো ভালো করিনি। কিন্তু হারার আগে কোনও ম্যাচেই হেরে যাইনি, এমনকি শেষ ম্যাচেও।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে