ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সালাহের জন্য শুভকামনা রামোসের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১১:৩৭:৪৪
সালাহের জন্য শুভকামনা রামোসের

ফাইনালের প্রথমার্ধে ২৫ মিনিটের দিকে রিয়ালের অর্ধে বল ছিল। বলের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছিলেন সালাহ। আর রামোস ডিফেন্ড করার চেষ্টা করছিলেন। বল কাড়াকাড়ির লড়াইয়ে একসময় সালাহের ডান হাত ঢুকে যায় রামোসের শরীর ও বাঁ হাতের মাঝে। তাল সামলাতে না রাখতে পেরে দুজনেই পড়ে যান। এসময় বেকায়দায় পড়ে কাঁধে চোট পান সালাহ। সেসময় প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলার চেষ্টা করেছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড। এরপর মাত্র ৩ মিনিটই মাঠে থাকতে পেরেছিলেন তিনি। ম্যাচের ২৮ মিনিটে যন্ত্রণাকাতর ও অশ্রুসজল সালাহ ছেড়ে যান মাঠ। পরবর্তীতে রিয়াল ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন চোটটা বেশ গুরুতর। পরবর্তীতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সালাহের কাঁধের লিগামেন্ট মচকে গেছে। তারা আশা করছে ২ সপ্তাহের মধ্যেই সালাহ ফিরবেন দলে।

বিশ্বকাপে গ্রুপ-এ এর সদস্য মিশরের প্রথম ম্যাচ ১৫ জুন, উরুগুয়ের বিপক্ষে। হাতে সময় খুবই অল্প। তাই সালাহের দ্রুত সুস্থতা কামনা করে রামোস টুইট করেছেন, 'সকার (ফুটবল) তোমাকে সুন্দরতম অভিজ্ঞতা উপহার দেবে, কখনও চরম দুঃখও দেবে। প্রথমত আমরা সঙ্গী। দ্রুত আরোগ্য লাভ কর সালাহ। ভবিষ্যত তোমার অপেক্ষায় রয়েছে। ফুটবল কখনও এর ভাল দিকটি নিয়ে সামনে আসে, কখনও খারাপ দিকটি। সবার উপরে, আমরা পেশাদার সহকর্মী।'

সূত্র : টুইটার, গোল ডট কম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে