ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে বিশ্লেষন করতে গিয়ে সাকিবকে নিয়ে চরম এক সত্য কথা বলে ফেললেন আগারকার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১১:৩৫:১৯
হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে বিশ্লেষন করতে গিয়ে সাকিবকে নিয়ে চরম এক সত্য কথা বলে ফেললেন আগারকার!

পুরো টুর্নামেন্টে রান তাড়ায় অসাধারণ রেকর্ডের মালিক কার্তিক এদিন সাকিবের বলে আউট হন মাত্র আট রান করে। তাই তো ইএসপিএন ক্রিকইনফোর বিশেষজ্ঞ অজিত আগারকারের মতে, কার্তিকের উইকেটটি ছিল ম্যাচের সবচেয়ে বড় উইকেট।

ম্যাচ শেষে বিশ্লেষণী অনুষ্ঠানে এ নিয়ে আগারকার বলেন,

‘হ্যাঁ, রশিদ খানই ছিলেন এই ম্যাচের নায়ক। তবে অবশ্যই ভোলা উচিত নয় যে সাকিব কিন্তু দীনেশ কার্তিকের মতো গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন। আমার মতে, এটিই ছিল ম্যাচের সবচেয়ে বড় উইকেট। হ্যাঁ, এখন হয়তো আন্দ্রে রাসেলের কথা আসবে। কিন্তু চলতি মৌসুমে রান তাড়ার ক্ষেত্রে আপনি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের রেকর্ড দেখুন। তখনই বুঝবেন তার উইকেটের মহাত্ম্য।’

দুই বিদেশি রশিদ খান ও সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ভর করেই কলকাতাকে ১৪ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে হায়দরাবাদ। বল হাতে চার ওভারে ১৯ রান খরচায় রশিদ নেন তিন উইকেট। এর মধ্যে দুই ওভারই ছিল ডট! আর তিন ওভার বোলিং করে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট তুলে নেন সাকিব।

এর আগে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ দুজন। ২৪ বলে সাকিবের ২৮ রানের কার্যকরী এক ইনিংসের পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রশিদও। ১০ বলে ৩৪০ স্ট্রাইকরেটে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন এই আফগান। ম্যাচ সেরার পুরস্কারও জোটে রশিদের ভাগ্যে। তবে খালি হাতে ফেরেননি সাকিবও। ‘স্টাইলিশ প্লেয়ার অব দ্যা ম্যাচ’-এর পুরস্কার জিতে নেন বাঁহাতি এই অলরাউন্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে