ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সালাহ-কারভাহালের ইনজুরি আপডেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ১১:১৯:১৮
সালাহ-কারভাহালের ইনজুরি আপডেট

ফাইনালে প্রথম থেকেই রিয়ালকে চাপে রেখেছিল লিভারপুল। বারবার আক্রমণে উঠছিল তারা। ম্যাচের ২৫ মিনিটে তেমনই এক আক্রমণের চেষ্টাতেই ছিল দলটি। বল ছিল সালাহের পায়ে। তবে রিয়াল অধিনায়ক স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। তার ডান হাত রামোসের হাতে আটকা পড়ে। দুজনেই তাল সামলাতে না পেরে পড়ে গেলে সালাহ কাঁধে আঘাত পান। তখনকার মত চিকিৎসা নিলেও ২৮ মিনিটেই যন্ত্রণাকাতর সালাহ কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন।

সালাহ মাঠ ছাড়ার কিছুক্ষণ পর রিয়াল ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। লিভারপুলের ডি-বক্সের বাইরে থাকা কারভাহাল বল ব্যাক পাস করার সময় তার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ম্যাচের ৩৭ মিনিটে এই তারকাও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও এমন চোট পেয়েছিলেন কারভাহাল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন ২৫ বছর বয়সী সালাহের ইনজুরি মারাত্মক। পরবর্তীতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তার কাঁধের লিগামেন্ট মচকে গেছে। দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী খালেদ আল-আজিজ তার ফেসবুক পেইজে জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে সালাহ ফিট হয়ে ফিরে আসতে পারবেন। তার পুনর্বাসন লিভারপুলেই চলবে। এরপর তিনি ইতালিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

অন্যদিকে কারভাহালের ব্যাপারে স্পষ্টভাবে রিয়াল মাদ্রিদ বা পেনের জাতীয় দল কিছু জানায়নি এখনও। তবে এটা অনেকটাই নিশ্চিত এই ২৬ বছর বয়সীর বিশ্বকাপে খেলা হচ্ছে না। ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হ্যামস্ট্রিংয়ে এমন চোটের পর তিনি ইউরোতে খেলতে পারেননি।

সূত্র : দি স্টার, গোল ডট কম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে