ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

হার্শার একাদশে জায়গা পাননি সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৭ ০০:০৬:৫৮
হার্শার একাদশে জায়গা পাননি সাকিব

সেই একাদশে জায়গা পাননি সাকিব। তবে সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদের তিনজন ক্রিকেটার আছে তার দলে।

চার বিদেশীর কোটায় জায়গা মিলেছে সুনিল নারিন (কলকাতা), কেন উইলিয়ামসন (হায়দ্রাবাদ), আন্দ্রে রাসেল এবং রশিদ খানের (হায়দ্রাবাদ)। সুনিল নারিন ও রশিদ খানের সাথে বাকী তিন বোলার হচ্ছে উমেশ যাদব (ব্যাঙ্গালুরু), জাসপ্রিত বুমরাহ (মুম্বাই) ও সিদ্ধার্থ কউল (হায়দ্রাবাদ)।

ওপেনিংয়েই রাখা হয়েছে কলকাতার ক্যারিবিয়ান তারকা সুনিল নারিনকে। তার সঙ্গে হিসেবে আছে পাঞ্জাবের লোকেশ রাহুল। ১১ সদস্যের এই দলের অধিনায়ক হিসেবে আছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির সঙ্গে আরও দুজন উইকেটরক্ষক জায়গা পেয়েছেন একাদশে। তারা হলেন, দিল্লীর রিশভ পান্ত ও কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক।

হার্শার আইপিএল একাদশঃ- সুনিল নারিন, লোকেশ রাহুল, কেন উইলিয়ামসন, রিশভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, রশিদ খান, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ ও সিদ্ধার্থ কউল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে