ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জাহিদ সাপোর্ট করে আর্জেন্টিনা, চঞ্চল ব্রাজিল, আর তিশা…

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৬ ২৩:১৬:০১
জাহিদ সাপোর্ট করে আর্জেন্টিনা, চঞ্চল ব্রাজিল, আর তিশা…

সাত পর্বের এ ধারাবাহিক নাটকের রচয়িতা পলাশ মাহবুব এবং পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

অভিনেতা হিসেবে রয়েছেন, জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান, আব্দুল্লাহ রানা, শাহেদ আলী সুজন, সুজাত শিমুলসহ আরও অনেকে।

অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘অনেক দিন পর পারিবারিক আবহের একটা নাটকে অভিনয় করলাম। অভিনয়ের সময়ে মনে হচ্ছিল পরিবারে আছি, নাটকটি যারা দেখবেন তারাও পারিবারিক আবহটা টের পাবেন।’

অভিনেত্রী তিশা বলেন, ‘জাহিদ ভাই, চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করা তো সবসময় বেশ আনন্দের। তবে এ নাটকে অনেক বেশি চরিত্র থাকার কারণে, যেমন বাবা আছে, মা আছে, ভাই-বোন আছে, এমনকি বোনের হাজবেন্ড, বাচ্চাও আছে। এই কারণে নাটকটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘নাটকটিতে একধরনের পজিটিভ ভাইব রয়েছে। এটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সময় খেলার পাশাপাশি নাটকটিও সবাই উপভোগ করবে বলেই আমার বিশ্বাস।’

নাটকে দুই ভাই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসান। চঞ্চল চৌধুরী ব্রাজিল ফুটবল দলের সমর্থক এবং জাহিদ হাসান আর্জেন্টিনার। আর তিশা? বাকিটা জানতে হলে দেখতে হবে নাটক ‘ফেয়ার প্লে’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে