ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার মূল সমস্যা ধরিয়ে দিলেন ক্যানিজিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ মে ২৬ ২৩:১৪:৪১
আর্জেন্টিনার মূল সমস্যা ধরিয়ে দিলেন ক্যানিজিয়া

ক্যানিজিয়া বলেন ,’ ম্যারাডোনা প্রায় এক হাতে আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ এনে দিলেও তার কিছু সতীর্থদেরও যথেষ্ট অবদান ছিল তাতে; কিন্তু মেসির সেটা নেই, ‘মেসি কখনোই তার সতীর্থদের কাছ থেকে ওই সাহায্য পায়নি, যা পেয়েছিলেন ম্যারাডোনা। আমি এটাই বিশ্বাস করি।’

ক্যানিজিয়া আরো বলেন ,’ ‘এদের যে কোন একজনই একা ম্যাচ করে আনতে পারে। প্রতিপক্ষ ভাববে না হিগুয়াইকে নিয়ে আর্জেন্টিনাতে সমালোচনা হয়। তারা ভাবে হিগুয়াইন জুভেন্টাসের সেরা খেলোয়াড়। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের রক্ষণ, যেখানে এখনও অনেক সমস্যা রয়ে গেছে। সেটা সমাধান করলেই আমরা বলতে পারবো আমরাই এই বিশ্বকাপের সেরা দল।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে