ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

Bangladesh vs Zimbabwe:

ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছেন সাদমান ও বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৯ ১০:৫৫:৪৭
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছেন সাদমান ও বিজয়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র ২২৭ রানে অলআউট করার পর দিনের প্রথম সেশনেই কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তুলে নিয়েছে স্বাগতিকরা। এখনো ১৬৩ রানে পিছিয়ে থাকলেও, শুরুটা যথেষ্ট আত্মবিশ্বাস জাগানিয়া।

জিম্বাবুয়ের প্রথম ইনিংসে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৭.১ ওভারে মাত্র ৬০ রান খরচায় শিকার করেন ৬টি মূল্যবান উইকেট। শুরুতেই চাপ তৈরি করলেও, মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। ওয়েলচ করেন ৫৪ রান, উইলিয়ামস করেন ৬৭। তবে বাকিদের কেউই ইনিংস লম্বা করতে পারেননি।

নাইম হাসান দুটি উইকেট এবং তরুণ পেসার তানজিম হাসান সাকিব একটি উইকেট নেন। জিম্বাবুয়ের শেষ চার ব্যাটার খুব দ্রুত ফিরে যাওয়ায় ৯০.১ ওভারে ২২৭ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস।

এর জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শাদমান ইসলাম ও আনামুল হক বিজয় দেখেশুনে খেলতে থাকেন। এদিন বোলারদের কোনো সুযোগ না দিয়ে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন দুজনেই। শাদমান ৫টি চারের সাহায্যে করেন ৩৮ রান, আর আনামুল করেন ২৬ রান। দুইজনই এখনো অপরাজিত রয়েছেন।

প্রথম সেশনে ১৬.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে বাংলাদেশ, যার অর্থ হলো—দ্বিতীয় দিন সকালের সেশনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

এই মুহূর্তে বাংলাদেশের মূল লক্ষ্য হবে বড় লিডে যাওয়ার পথ তৈরি করা। উইকেট যেহেতু এখনও কিছুটা ব্যাটিং সহায়ক, তাই টপ অর্ডার ব্যাটারদের কাছে বড় ইনিংসের প্রত্যাশা থাকছেই। চট্টগ্রামের উইকেটে স্পিনারদের প্রভাব বাড়তে পারে তৃতীয় দিন থেকে, তাই আগে যতটা সম্ভব রান তুলে জিম্বাবুয়েকে চাপের মুখে ফেলাই হবে টাইগারদের মূল কৌশল।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ... বিস্তারিত