
MD. Razib Ali
Senior Reporter
১৪ বছরের বৈভবের ব্যাটে রেকর্ড বৃষ্টি, কাঁপলো আইপিএল

নিজস্ব প্রতিবেদক:
গেইলের পর দ্রুততম শতক, ইতিহাস গড়লেন সূর্যবংশী
মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৮ বলে দুর্দান্ত ১০১ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ড নিজের করে নিলেন রাজস্থান রয়্যালসের এই তরুণ বিস্ময়। এই ইনিংসের মাধ্যমে তিনি হয়ে গেলেন পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক
সুন্দরভানশীর এই সেঞ্চুরিটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক। মাত্র ৩৫ বলে তিনি ফিফটি করেন এবং এরপর আর ১৮ বলেই সেঞ্চুরিতে পৌঁছে যান। তার আগে শুধু ক্রিস গেইলই আইপিএলে ৩০ বলে শতক করেছিলেন। শেষ পর্যন্ত ৩৮ বলে ১০১ রান করে আউট হন তিনি, ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৭টি চার।
সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান
১৪ বছর ২৩ দিন বয়সে শতরান করে বৈভব সূর্যবংশী টপকে গেছেন আগের রেকর্ডধারী বিজয় জোলকে, যিনি ১৮ বছর বয়সে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন। ক্রিকেটবিশ্বে এই অনন্য অর্জন বৈভবকে রাতারাতি তারকায় পরিণত করেছে।
এক ইনিংসে ভারতের পক্ষে সর্বাধিক ছক্কার রেকর্ড স্পর্শ
এই ইনিংসে ১১টি ছক্কা হাঁকিয়ে সূর্যবংশী ছুঁয়েছেন মুরলী বিজয়ের রেকর্ড, যিনি ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষেই ১১টি ছক্কা মেরেছিলেন। আইপিএলে এটি চতুর্থ সর্বোচ্চ ছক্কার ইনিংস এবং রান তাড়ার মধ্যে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
Second-fastest century ✅Fastest by an Indian ✅Youngest centurion ✅
14-year-old Vaibhav Suryavanshi just lit up the IPL ????#VaibhavSuryavanshi #IPL2025 pic.twitter.com/P185m0875h
— Wisden (@WisdenCricket) April 28, 2025
রাজস্থানের ইতিহাস গড়া জুটি
২১০ রান তাড়ায় সূর্যবংশী ও যশস্বী জয়সওয়ালের ১৬৬ রানের জুটি রাজস্থান রয়্যালসের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। মাত্র ১১.৫ ওভারে এই বিশাল রান তারা করে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান তারা। এই জুটি আইপিএলের ইতিহাসেও দশম সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
দুর্দান্ত অভিষেক থেকে উল্কার মতো উত্থান
আইপিএলের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক করেছিলেন বৈভব, মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে। নিলামে ১.১০ কোটি টাকায় তাকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। অভিষেক ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ঝড়ো শতকে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- ১১ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রকাশ: কার লাভ, কার ক্ষতি?
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন হাসানত আব্দুল্লাহ
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- বাংলাদেশে ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত