ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

তিন হাজার কোটি টাকার ব্যাখ্যা দিলো আইসিবি, জানুন খরচের খতিয়ান

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৮ ১৮:৩০:৪৪
তিন হাজার কোটি টাকার ব্যাখ্যা দিলো আইসিবি, জানুন খরচের খতিয়ান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগের গতি ফেরাতে এবং উচ্চ সুদের ঋণের বোঝা কমাতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তিন হাজার কোটি টাকার তহবিলের ব্যবহার নিয়ে অবশেষে বিস্তারিত ব্যাখ্যা দিল ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিবি জানায়, রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে পাওয়া এই তহবিলের সর্বোত্তম ব্যবহারের জন্য বিশেষ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। কমিটির নেতৃত্ব দেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, যার সঙ্গে ছিলেন দুই পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইসিবি জানায়, সরকারের অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের ভিত্তিতে, কমিটির কঠোর তত্ত্বাবধানে এক হাজার কোটি টাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত 'এ' ক্যাটাগরির সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়েছে। এতে বাজারের তারল্য সংকট কিছুটা কাটিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, বাকি দুই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে আইসিবির আগের নেওয়া উচ্চ সুদের ঋণ পরিশোধে। এই পদক্ষেপ শুধু ঋণচাপ কমায়নি, একইসঙ্গে আইসিবির আর্থিক কাঠামোকেও করেছে আরও মজবুত। ফলে আইসিবি এখন আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

বিজ্ঞপ্তিতে আইসিবি আরও আশাবাদ ব্যক্ত করেছে, সুসংহত ব্যবস্থাপনার এই প্রয়াস বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং শেয়ারবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ