শেয়ারবাজারে আলোচনায় ইস্টার্ন লুব্রিকেন্টস, বিএসইসির তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৬ কার্যদিবসে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ! রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির শেয়ারের এমন উর্ধ্বগতি চোখ কপালে তুলেছে বিনিয়োগকারীদের। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবার তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সার্ভেল্যান্স বিভাগ থেকে গত রোববার একটি চিঠি পাঠানো হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসারের (সিআরও) কাছে। নির্দেশনায় দ্রুত তদন্ত শুরু করে ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধি (এআর), কমপ্লায়েন্স অফিসার ও সিইওদেরও সতর্ক করা হয়েছে যাতে সিকিউরিটিজ আইন ভঙ্গ না হয়।
ডিএসইর তথ্য বলছে, ২৭ ফেব্রুয়ারি ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারদাম ছিল ১ হাজার ৩৩৭ টাকা ৬০ পয়সা। মাত্র দেড় মাসের ব্যবধানে, ১৫ এপ্রিল, দাম লাফিয়ে ওঠে ২ হাজার ৫৮৪ টাকা ৫০ পয়সায়। এরপর আবার কিছুটা নামলেও, সোমবার শেয়ারটির ক্লোজিং হয় ২ হাজার ১৯৫ টাকায়।
শুধু মূল্য নয়, লেনদেনের পরিমাণেও এসেছে বিস্ময়কর পরিবর্তন। ২৭ ফেব্রুয়ারি যেখানে মাত্র ৩ হাজার ৪২টি শেয়ার হাতবদল হয়েছিল, সেখানে ২৪ মার্চ লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩ হাজার ৪৩৮টিতে।
এমন নাটকীয় পরিবর্তনের পর ডিএসই ২৪ মার্চ কোম্পানির কাছে ব্যাখ্যা চায়। ইস্টার্ন লুব্রিকেন্টস জানায়, তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) নেই। তবে বিএসইসি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি এবং ব্যাপক তদন্তের নির্দেশ দেয়।
বিএসইসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারে কারসাজির ইঙ্গিত স্পষ্ট। বিনিয়োগকারীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত।”
বিএসইসির চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, শেয়ারদাম ও লেনদেনের এই অস্বাভাবিক আচরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০–এর বিধি ১১ এবং আচরণবিধির বিধি ৬ ও ৮ অনুসারে তদন্তের আওতায় আসবে।
উল্লেখ্য, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একটি অঙ্গ প্রতিষ্ঠান। কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার সরকারের হাতে রয়েছে।
রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
- সিলেটে ক্রিকেট মাঠে শোকের ছায়া: বিসিবি কর্মকর্তার অকাল মৃত্যু
- দেশের বাজারে ইতিহাস গড়ে কমলো সোনার দাম, জেনেনিন বাজার মূল্য
- বাংলাদেশ স্কোয়াডে দুই পরিবর্তন, আসছে এক চেনা মুখ ও এক নতুন নাম
- মার্জিন রুলস ১৯৯৯-এ বড় পরিবর্তন: পুঁজিবাজারের নতুন দিগন্ত
- শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিএসইসি
- বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
- বাঁচাও শেয়ারবাজার’: বিনিয়োগকারীদের গর্জনে কাঁপলো মতিঝিল
- রিয়াল বনাম বার্সা ফাইনাল: কখন, কোথায়, কিভাবে দেখবেন আজ রাতে
- আজকের সৌদি রিয়াল রেট (২১ এপ্রিল ২০২৫)
- বিনিয়োগকারীদের জন্য ৭ কোম্পানির নগদ লভ্যাংশ ঘোষণা
- সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে: উত্তেজনা চলছেই
- শ্রীলঙ্কার ‘না’ বলে দেওয়া, ভারতের সেতু স্বপ্ন স্থগিত
- দুই কোম্পানিতে শেয়ারবাজার ডুবেছে : আতঙ্কিত বিনিয়োগকারীরা
- ক্রিকেটের নতুন অধ্যায়: সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের রোমাঞ্চ