ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীদের নতুন ভরসা: ৭ কোম্পানির শেয়ারে উত্থান

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৬ ২৩:৫১:৪১
বিনিয়োগকারীদের নতুন ভরসা: ৭ কোম্পানির শেয়ারে উত্থান

নিজস্ব প্রতিবেদক:

শাহজীবাজার পাওয়ার, সেনা ইন্স্যুরেন্সসহ বড় উত্থান

বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে জমেছে ভিন্নরকম উত্তাপ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ারদর বৃদ্ধির মঞ্চে দাপট দেখিয়েছে মাত্র সাতটি কোম্পানি। বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটানো এই প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে— শাহজীবাজার পাওয়ার, ডরিন পাওয়ার, এনার্জিপ্যাক, সেনা ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ফান্ড, এসোসিয়েটেড অক্সিজেন ও গ্লোবাল ইন্স্যুরেন্স।

শাহজীবাজার পাওয়ার যেন ছিল রীতিমতো নায়কোচিত ভঙ্গিতে। ডিএসইতে সপ্তাহজুড়ে শেয়ারদর বেড়েছে ১৫.৯৩ শতাংশ, গিয়ে ঠেকেছে ৪৪ টাকা ৪০ পয়সায়। সিএসইতেও পিছিয়ে ছিল না তারা; ১৫.৯৭ শতাংশ দর বাড়িয়ে পৌঁছায় ৪৫ টাকায়, তালিকায় জমিয়ে নেয় তৃতীয় স্থান।

এরপর আলো ছড়ায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন। ডিএসইতে ১৩.৭১ শতাংশ দর বাড়িয়ে শেয়ারটি দাঁড়ায় ২২ টাকা ৪০ পয়সায়। একই সময়ে সিএসইতেও ১৩.৭৭ শতাংশ উত্থান, শেয়ারদর ২২ টাকা ৩০ পয়সা—তালিকায় উঠে আসে চতুর্থ স্থানে।

আরও পড়ুন

এক নজরে শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ৯ সংবাদ

অদৃশ্য চক্রের কবলে শেয়ারবাজার! বিনিয়োগকারীদের পুঁজি হারানোর শঙ্কা

শেয়ারবাজারে ১২ কোম্পানির তৃতীয় প্রান্তিক: উন্নতি নাকি ধাক্কা?

তৃতীয় স্থানে উঠে আসে একটানা নির্ভরতার প্রতীক এসইএমএল লেকচার ফান্ড। ডিএসইতে ১৩.৬৪ শতাংশ দর বৃদ্ধি পেয়ে ফান্ডটির মূল্য এখন ১০ টাকা। সিএসইতেও ১৩.০৯ শতাংশ বাড়তি দামে, ফান্ডটি রয়েছে পঞ্চম স্থানে।

সেনা ইন্স্যুরেন্স ছিল যেন সপ্তাহের চমক। ডিএসইতে ১৩.১৮ শতাংশ দর বাড়িয়ে শেয়ারটি এখন ৪৫ টাকা ৫০ পয়সা। আর সিএসইতে তো সরাসরি দখল করে নিয়েছে শীর্ষস্থান—১৯.৪২ শতাংশ বেড়ে ঠিক একই দামে দাঁড়িয়েছে তাদের শেয়ার।

ডরিন পাওয়ারও দুর্দান্ত ছন্দে ছিল। ডিএসইতে তাদের শেয়ারদর বেড়েছে ১১.২৬ শতাংশ, নতুন দাম ২৫ টাকা ৭০ পয়সা। সিএসইতে আরও উজ্জ্বল, ১৬.০৭ শতাংশ বেড়ে ২৬ টাকা ৭০ পয়সায়।

আরও একটু নিচে তাকালে দেখা যায়, সবার নীরব সঙ্গী এসোসিয়েটেড অক্সিজেন। ডিএসইতে সপ্তাহজুড়ে তাদের শেয়ারদর ৬.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। সিএসইতেও চমক; ৬.৬১ শতাংশ বৃদ্ধিতে শেয়ার এখন ১৪ টাকা ৫০ পয়সা।

শেষদিকে নিজের অবস্থান জানান দিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। ডিএসইতে ৬.১৪ শতাংশ বেড়ে শেয়ার এখন ৩১ টাকা ১০ পয়সায়। সিএসইতে অবশ্য আরও ভালো করেছে—১০.১৪ শতাংশ বৃদ্ধিতে দাম ৩০ টাকা ৪০ পয়সা, যেখানে তালিকায় রয়েছে ষষ্ঠ স্থানে।

বাজার বিশ্লেষকদের মতে, এদের এই দুর্দান্ত পারফরম্যান্স মূলত মজবুত আর্থিক ভিত্তি ও বিনিয়োগকারীদের আস্থার ফসল। আগামী দিনে এই সাত নায়ক শেয়ারবাজারে আরও কত আলো ছড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা!

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ