ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ঢাকায় অটোরিকশা বন্ধ: অভিযান শুরু শিগগিরই

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৬ ২২:৫৪:১৫
ঢাকায় অটোরিকশা বন্ধ: অভিযান শুরু শিগগিরই

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সড়ককে যানজটমুক্ত করার উদ্যোগ

ঢাকা শহরের সড়কে যাতায়াতের সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। বিশেষ করে, ব্যাটারিচালিত অটোরিকশার অস্বাস্থ্যকর চলাচল এবং শহরের প্রধান সড়কগুলোতে এর দখল বাড়ছে। এই সমস্যা সমাধানে এবার এক বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের উদ্দেশ্য, ঢাকার সড়কগুলোকে নিরাপদ ও যানজটমুক্ত করা, এবং অবৈধ অটোরিকশার নির্মূল করা।

শিগগিরই শুরু হচ্ছে অভিযান

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকার মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে এই অভিযান শুরুর কথা ঘোষণা করেন। তিনি বলেন, "ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলো বন্ধ করার জন্য শিগগিরই অভিযান শুরু হবে।" এদিকে, ডিএমপি ইতোমধ্যে এই সব অবৈধ কার্যক্রমের তালিকা তৈরি করেছে, যা শীঘ্রই অভিযান চলিয়ে বন্ধ করে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

এ সময় তিনি এলাকাভিত্তিক বাড়ির মালিক সমিতির মাধ্যমে সকলকে সচেতন করার আহ্বান জানিয়েছেন। "আপনাদের আবাসিক এলাকার পরিকল্পনা অনুযায়ী সেখানে কোনো বাণিজ্যিক কাজ হতে দেবেন না," তিনি বলেন। "এভাবে সিটি কর্পোরেশন এবং স্থানীয় কমিউনিটি এক হয়ে অবৈধ অটোরিকশা এবং অবৈধ হকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে।"

এছাড়া, তিনি নাগরিকদের সতর্ক করে বলেছেন, "জলাধার রয়েছে এমন কোন প্লট থেকে জমি কেনার ক্ষেত্রে সাবধান থাকুন। এতে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে।"

ঢাকার পরিবেশে পরিবর্তনের আহ্বান

মোহাম্মদ এজাজ আরও জানান, পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকার খালগুলো উদ্ধার করতে ডিএনসিসি উদ্যোগ নিয়েছে। "আমরা খাল রক্ষা করতে মামলা পর্যন্ত করেছি।" তিনি ঢাকার পরিবেশ উন্নত করার জন্য গাছ লাগানোর আহ্বান জানান, "আমি অনুরোধ করছি, ছোট গাছ না লাগিয়ে বড় গাছ লাগান। পরিকল্পনা করে রাস্তার পাশে কৃষ্ণচূড়া আর সোনালু গাছ লাগানো হলে ঢাকার পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে।"

ভবিষ্যত পরিকল্পনার দিকে একধাপ এগিয়ে

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের নেতৃত্বে ঢাকাকে সুন্দর, সুস্থ ও নিরাপদ করার জন্য এমন আরও পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এই অভিযান শুধু ঢাকা শহরের সড়কগুলোর সমস্যাই সমাধান করবে না, বরং ঢাকার পরিবেশও নতুন রূপ পাবে। এখন সময় এসেছে সবাইকে একযোগে কাজ করার, যেন আমাদের প্রিয় ঢাকা শহর এক নতুন দিশায় এগিয়ে যেতে পারে।

আব্দুল সাত্তার/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ