ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রিয়াল নাকি বার্সা: সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী এল ক্লাসিকো ফাইনাল জিতবে যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৬ ২১:৩৬:০৬
রিয়াল নাকি বার্সা: সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী এল ক্লাসিকো ফাইনাল জিতবে যারা

নিজস্ব প্রতিবেদক: চাঁদের আলোয় সেভিয়ার আকাশে জ্বলবে নতুন এক গল্প। ফুটবলের দুই মহারথী—রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা আজ রাতের কোপা দেল রে ফাইনালে নামছে ইতিহাস লিখতে। মাঠের বাইরে উত্তেজনা, মাঠের ভেতরে তপ্ত প্রতিশোধের আগুন—সব মিলিয়ে এক অনন্য মহারণের প্রতীক্ষা।

এল ক্লাসিকো মানেই তো আবেগ আর লড়াইয়ের সীমানা পেরিয়ে যাওয়া। এবার সেই মহাযুদ্ধ ফিরছে কোপা দেল রে’র রুপালি মুকুট ছিনিয়ে নিতে। রিয়ালের জন্য এটা অস্তিত্ব রক্ষার যুদ্ধ, যেখানে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সরাসরি বলেই দিয়েছেন—শিরোপা না এলে বদলে যেতে পারে ক্লাবের দিগন্ত। কোচ কার্লো আনচেলত্তির ভাগ্যও যেন ঝুলে আছে এই রাতের বাঁকে।

অন্যদিকে, বার্সেলোনা যেন স্বপ্নের জাহাজে চড়ে বসেছে। লা লিগার শীর্ষে অবিচল, চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের টিকিট হাতে, এখন তারা চায় কোপা দেল রে জিতে ‘ট্রেবল’ অভিযানের প্রথম নিশান ওড়াতে। মরিয়া বার্সার দল গত দুই দেখায় রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে দিয়েছে—৪-০ এবং ৫-২ গোলের দুর্দান্ত জয় নিয়ে।

গল্পের আরেক চমক যোগাচ্ছে ‘অপ্টা অ্যানালাইসিস’ সুপার কম্পিউটারের গণনা। মেট্রিক্সের জাদুতে দেখা যাচ্ছে, বার্সেলোনার হাতে ট্রফি ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি—৪০ দশমিক ৭ শতাংশ। রিয়াল মাদ্রিদও অবশ্য খুব একটা দূরে নয়, তাদের সম্ভাবনা ৩২ দশমিক ৮ শতাংশ। আর নির্ধারিত সময় শেষে অতিরিক্ত নাটকের জন্যও সুযোগ আছে—২৬ দশমিক ৫ শতাংশ ম্যাচ টাই হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর ইঙ্গিত দিয়েছে বিশ্লেষণ।

ইতিহাসের পাতায় এগিয়ে অবশ্য রিয়াল মাদ্রিদ—মোট ১০৫টি এল ক্লাসিকো জয় নিয়ে। বার্সেলোনার জয় সংখ্যা সেখানে ১০২। কিন্তু কোপা দেল রে’র রাজত্বের হিসেবে এগিয়ে কাতালানরা—৩৭ দেখায় ১৬ জয় বার্সার, ১৩ জয় রিয়ালের।

ফাইনালের অভিজ্ঞতায় অবশ্য রিয়াল এগিয়ে। সাতবারের কোপা দেল রে এল ক্লাসিকো ফাইনালে চারবার মুকুট তুলেছে তারা, বার্সা জিতেছে তিনবার। তবে বর্তমান বাস্তবতা বলছে ভিন্ন কথা—মৌসুমের আগের দুই সাক্ষাতেই রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সা।

সব হিসেব, সব যুক্তি শেষে প্রশ্ন একটাই—কে লিখবে আজকের রাতের মহাকাব্য? উত্তরের জন্য অপেক্ষা, আরেকটা বিস্ফোরক এল ক্লাসিকোর!

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ