ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৬ ২১:১৭:৪৩
শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে প্রথম ওয়ানডেতে লঙ্কান যুবাদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারল না তারা। ৯৮ রানের বড় ব্যবধানে পরাজয়ের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো টাইগার যুবাদের। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন চামিকা হীনাতিগালা ও সেনুজা ভেকুনাগোদা। হীনাতিগালা দেখালেন দারুণ দৃঢ়তা, ৯২ বল মোকাবিলা করে অপরাজিত ৭৮ রানের ইনিংস উপহার দেন। ভেকুনাগোদাও পাশে থেকে সমানতালে লড়াই করেন, ৭৪ বলে ৫০ রান করেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে চ্যালেঞ্জিং ২৪১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিজান হোসেন ও ইকবাল হোসেন ইমন তুলে নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট শিকার করেন আল ফাহাদ ও দেবাশীষ দেবা।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ১৪ রানে ফিরে গেলে চাপ বাড়ে টাইগার শিবিরে। এরপর কালাম সিদ্দিকী অ্যালেন ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তামিমের ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি, ৩১ বলে ২৪ রান করে ফেরেন সাজঘরে।

একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন অ্যালেন। ৬৫ বল খেলে ৪৬ রানের লড়াকু ইনিংস খেললেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। মিডল অর্ডারে মোহাম্মদ আব্দুল্লাহ (১৭) কিছুটা চেষ্টা করলেও দলের পতন ঠেকাতে পারেননি। শেষদিকে আল ফাহাদ ১২ রানে অপরাজিত থাকলেও লাভ হয়নি। মাত্র ৩৩.৩ ওভারে ১৪৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে বিধ্বংসী ছিলেন বিগনেশ্বরন আকাশ। একাই তুলে নেন ৫ উইকেট, যা বাংলাদেশের পরাজয় নিশ্চিত করে দেয় আরও আগেই।

সিরিজের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে টাইগার যুবারা, তবে তার আগে নিজেদের দুর্বলতা নিয়ে ভাবার অনেক কারণ আছে।

মোঃ রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ