ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মে মাসে দুই দফায় সরকারি ছুটি, উপভোগ করুন ৬ দিন বিশ্রাম

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৬ ১৫:৫৫:১৬
মে মাসে দুই দফায় সরকারি ছুটি, উপভোগ করুন ৬ দিন বিশ্রাম

নিজস্ব প্রতিবেদক:

মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা ঘিরে মিলছে টানা ছুটি।

সরকারি চাকরিজীবীদের জন্য মে মাসে থাকছে আনন্দের খবর! আন্তর্জাতিক শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে দুই ধাপে মিলবে টানা ছয় দিনের ছুটি। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো কিংবা ঘুরে আসার দারুণ সুযোগ এনে দিচ্ছে এই ছুটির সময়সূচি।

প্রথম ধাপ: মে মাসের শুরুতেই টানা ৩ দিন ছুটি

মে মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিনদিনের বিশ্রাম। ছুটির তারিখগুলো হলো:

১ মে (বৃহস্পতিবার): আন্তর্জাতিক শ্রমিক দিবস (সরকারি ছুটি)

২ মে (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

৩ মে (শনিবার): সাপ্তাহিক ছুটি

এই তিনদিনের ছুটি শেষে ৪ মে, রবিবার থেকে অফিস খুলবে।

দ্বিতীয় ধাপ: মে মাসের মাঝামাঝি আবার ছুটির ছোঁয়া

ছুটির মজা এখানেই শেষ নয়! মে মাসের মাঝামাঝি আবার মিলবে টানা তিনদিন ছুটি:

৯ মে (শুক্রবার): সাপ্তাহিক ছুটি

১০ মে (শনিবার): সাপ্তাহিক ছুটি

১১ মে (রবিবার): বুদ্ধ পূর্ণিমা (সরকারি ছুটি)

এবার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে হবে ১২ মে, সোমবার।

মে মাসে ছুটির পুরো ছবি

এই দুই দফায় মে মাসে সরকারি চাকরিজীবীরা মোট ৬ দিনের ছুটি উপভোগ করবেন।

কাজের চাপ ভুলে পরিবার নিয়ে ভ্রমণে যাওয়া কিংবা নিজেকে সময় দেওয়ার দারুণ সুযোগ এনে দিচ্ছে এই লম্বা ছুটির সময়সূচি।

জরুরি সেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয় (যেমন: বাংলাদেশ ব্যাংক, পুলিশ বিভাগ বা জরুরি সেবা প্রতিষ্ঠানসমূহ), তারা জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়মে ছুটি নির্ধারণ করবে।

ইতিমধ্যে ঈদে মিলেছিল ৯ দিনের ছুটি

এর আগে সরকারি চাকরিজীবীরা ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি ভোগ করেছেন। এবারের মে মাসের ছুটিও নাগরিক জীবনে বাড়তি স্বস্তি এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ