ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ৬ পাল্টা পদক্ষেপ ঘোষণা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৪ ২০:২২:৫১
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ৬ পাল্টা পদক্ষেপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারতের পাল্টা সিদ্ধান্তে চাপে পড়ে এবার মুখ খুলল পাকিস্তান। ভারতের ভিসা বন্ধ, পানিচুক্তি স্থগিতের পর এবার ইসলামাবাদও দিল ছয়টি কঠিন জবাব!

কী ঘটেছে?

কাশ্মীরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়। এই ঘটনার দায় পাকিস্তানঘেঁষা সন্ত্রাসীদের ওপর চাপিয়ে ভারত একের পর এক সিদ্ধান্ত নেয়—

সীমান্ত বাণিজ্য বন্ধ

সিন্ধু পানিচুক্তি স্থগিত

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা বন্ধ

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC) জরুরি বৈঠকে বসে। এরপরই ঘোষণা আসে ভারতের বিরুদ্ধে ছয়টি 'কঠিন' পদক্ষেপের।

পাকিস্তানের ৬ পাল্টা সিদ্ধান্ত

সিমলা চুক্তি বাতিল

১৯৭১ সালের যুদ্ধের পর ১৯৭২ সালে ভারত-পাকিস্তান সই করে ‘সিমলা শান্তি চুক্তি’। সেই চুক্তিকে ইতিহাসের পাতায় ঠাঁই দিল পাকিস্তান। তারা জানিয়ে দিল—এখন আর আলোচনার পথ খোলা নেই।

ওয়াঘাহ সীমান্তে বাণিজ্য বন্ধ

ভারতের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত বাণিজ্য পথ ছিল ওয়াঘাহ ক্রসিং। ইসলামাবাদ এখন সেটিও বন্ধ করে দিয়েছে। কোনো পণ্য আসবে না, যাবে না।

ভারতীয় বিমানের জন্য আকাশ বন্ধ

পাকিস্তান তার আকাশসীমা থেকে ভারতীয় মালিকানাধীন এবং পরিচালিত সব ধরনের উড়োজাহাজ নিষিদ্ধ করেছে। আকাশপথেও ছড়াল উত্তেজনা।

সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

দ্বিপাক্ষিক তো বটেই, এমনকি পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে ঢুকবে না—এমন ব্যবস্থাও নিয়েছে ইসলামাবাদ।

সার্কের বিশেষ ভিসা সুবিধা বাতিল

সার্ক চুক্তির আওতায় যেসব ভারতীয় নাগরিক বিশেষ ভিসা সুবিধা ভোগ করতেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় দূতাবাসে কূটনৈতিক ছাঁটাই

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় সামরিক উপদেষ্টাদের 'অবাঞ্ছিত' ঘোষণা করে, দূতাবাসে কর্মকর্তা সংখ্যা ৩০-এ নামিয়ে আনার নির্দেশ দিয়েছে NSC। এটি কার্যকর হবে ৩০ এপ্রিল থেকে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী?

বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর এমন উত্তপ্ত অবস্থান দেখে। একদিকে পুরোনো চুক্তি ছিন্ন হচ্ছে, অন্যদিকে বন্ধ হচ্ছে কূটনৈতিক দরজা।

বিশ্লেষকরা বলছেন, “এটি শুধুই রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং পরবর্তী বড় সংঘাতের আভাসও হতে পারে।”

কেন এখন এই খবর গুরুত্বপূর্ণ?

ভারত-পাকিস্তান সম্পর্কের মোড় ঘুরছে

চুক্তি ভেঙে পরবর্তী পদক্ষেপ কী হবে—সবাই জানার অপেক্ষায়

দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক দুশ্চিন্তা

এই সিদ্ধান্তগুলো শুধু দুই দেশের রাজনীতিতে নয়, গোটা উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে। সামনের দিনগুলোতে বিশ্ব তাকিয়ে থাকবে—দুই প্রতিবেশী আরও দূরে সরে যাচ্ছে, নাকি কোনো এক বাঁকে এসে থমকে দাঁড়াবে?

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ