ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আয় বেড়েছে আর্গন ডেনিমসের, কিন্তু ক্যাশ ফ্লো বলছে অন্য কথা!

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২৪ ২০:০৯:৩৯
আয় বেড়েছে আর্গন ডেনিমসের, কিন্তু ক্যাশ ফ্লো বলছে অন্য কথা!

নিজস্ব প্রতিবেদক: বস্ত্রশিল্পে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আর্গন ডেনিমস লিমিটেড চলতি ২০২৪–২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। একদিকে যখন মুনাফা বেড়ে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে, অন্যদিকে নগদ অর্থপ্রবাহে ধস নেমে ফেলেছে কিছু প্রশ্নচিহ্ন।

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১৪ পয়সা। অর্থাৎ এক লাফে প্রায় তিন গুণ প্রবৃদ্ধি—যা নিঃসন্দেহে আস্থার বার্তা দিচ্ছে বাজারে।

তবে শুধু প্রান্তিক নয়, সামগ্রিকভাবে পুরো ৯ মাসের (জুলাই ২০২৪–মার্চ ২০২৫) হিসাবও বেশ চমকপ্রদ। এই সময়ে কোম্পানির মোট ইপিএস হয়েছে ১ টাকা ৪২ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৫৭ পয়সা। বলা যায়, এক বছরের ব্যবধানে আয়ের রেখায় উঠে এসেছে দারুণ উজ্জ্বলতা।

কিন্তু এই উল্লম্ফনের মাঝেই ধরা দিয়েছে এক সতর্ক সংকেত। আলোচ্য সময়ে আর্গন ডেনিমসের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে মাত্র ১ টাকা ২ পয়সা, যেখানে আগের বছর ছিল ৪ টাকা ৮২ পয়সা। নগদ প্রবাহে এই বড় পতন কোম্পানির কার্যকর অর্থ ব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করছে—যেখানে হয়তো ঘাটতির জায়গা থেকে যাচ্ছে।

তবে সম্পদ ভিত্তিতে কোম্পানি এখনো যথেষ্ট শক্তিশালী। ৩১ মার্চ ২০২৫ তারিখে আর্গন ডেনিমসের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩১ পয়সা, যা কোম্পানির স্থিতিশীল ভিতের পরিচয় দেয়।

সব মিলিয়ে আর্গন ডেনিমসের এ প্রান্তিকের ফলাফল একদিকে যেমন আয়ের ধারাবাহিক উন্নয়ন তুলে ধরেছে, অন্যদিকে ক্যাশ ফ্লো সংকট সতর্ক করছে ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জের ব্যাপারে। বিনিয়োগকারীদের জন্য এ প্রতিবেদন একধরনের দ্বিমুখী বার্তা—একটু স্বস্তি, আবার খানিকটা সতর্কতাও।

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ