ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ? যা বললেন ড. আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২২ ১৮:৫৮:৩৭
নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ? যা বললেন ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরের আগে নির্বাচন নয়, বিচার ও জনমতই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ—মন্তব্য আইন উপদেষ্টার।

২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় প্রশ্ন—আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নেবে? এই আলোচনার মাঝেই মুখ খুলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তার মতে, এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। কারণ বিচারিক প্রক্রিয়া এবং জনমত—এই দুই শক্তির হাতেই নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ।

সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে নিজ সরকারি বাসভবনে একান্ত সাক্ষাৎকারে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ডিসেম্বরের আগে নির্বাচন নয়

ড. আসিফ নজরুল জানান, ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, “এখনো সময় আছে। এই সময়ের মধ্যে দেশের বিচারব্যবস্থা ও জনগণের মতামত আরও পরিপক্ব হবে। তখনই স্পষ্ট হবে কারা নির্বাচনে অংশ নিচ্ছে, কারা নয়।”

নিষেধাজ্ঞা নিয়ে নেই কোনো সিদ্ধান্ত

আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হচ্ছে কি না—এ প্রশ্নে তিনি স্পষ্ট জানান, “এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এমনকি সরকারিভাবে আলোচনার পর্যায়েও এটি আসেনি।”

তবে তিনি ইঙ্গিত দেন, বিষয়টি পুরোপুরি আইনি কাঠামো ও জনগণের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে।

বিচার ও জনমতের ওপরেই নির্ভর করছে সব

“আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে দু’টি বিষয়—বিচারিক প্রক্রিয়া এবং জনমত। এই দুটি পথেই আমরা দেখতে পাব দলটির ভাগ্য কোন দিকে মোড় নেয়,” বলেন ড. আসিফ নজরুল।

সময়ই দেবে সব প্রশ্নের উত্তর

নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, রাজনৈতিক আবহ ততটাই স্পষ্ট হবে বলে মনে করেন তিনি। “নির্বাচন পর্যন্ত সময়টুকু অনেক কিছু পাল্টে দিতে পারে,” বলেন তিনি।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ