ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

Category Name: রাজনীতি
Remove URL String Output: ""
Base URL: https://www.24updatenews.com/
URL: 
Final URL: https://www.24updatenews.com/group/21

দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২২ ১৪:০৪:০১
দীপু মনি ও পলকের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর

নিজস্ব প্রতিবেদক: গণ–অভ্যুত্থান হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ছয়জনকে আজ গাজীপুর আদালতে হাজির করা হলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।

আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা-কর্মীরা ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে আসামিদের লক্ষ্য করে ছুড়ে মারা হয় ডিম!

কী ঘটেছিল আজ সকালে?

সকাল ১১টার কিছু আগে, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৩–এ হাজির করা হয় মামলার ৬ আসামিকে। তাদের মধ্যে ছিলেন—

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম

আসামিদের মধ্যে দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার ও পলককে আনা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। বাকিদের আনা হয় কেরানীগঞ্জ কারাগার থেকে।

বিচারক ওমর হায়দার শুনানি শেষে ছয়জনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোন মামলায় এই গ্রেপ্তার?

২০২৪ সালের জুলাই মাসে গাজীপুরের গাছা এলাকায় এক গণ–অভ্যুত্থানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ছয়জন বিক্ষোভকারী।ঘটনার পর গাছা থানায় দায়ের হয় তিনটি হত্যা মামলা। এই মামলাতেই আজ আদালতে হাজির করা হয় দেশের সাবেক মন্ত্রীদের।

ডিম নিক্ষেপ ও উত্তেজনা

আদালত চত্বরে আজ বিক্ষোভে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।তারা স্লোগান দিতে থাকেন—

“দোষীদের ফাঁসি চাই!”

“জনতার রক্তের দাম চাই!”

এর মাঝেই ছোড়া হয় ডিম—যা লক্ষ্য করে করা হয় আসামিদের প্রিজন ভ্যান।

এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন,

“আমি আদালতের ভিতরে ছিলাম। ডিম নিক্ষেপের ঘটনা দেখিনি। তবে স্লোগান দেওয়া হচ্ছিল, সেটা শুনতে পেয়েছি।”

পুলিশ বলছে কী?

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান,

“আজ তিনটি মামলার শুনানি ছিল। ছয়জন আসামিকে যথাযথ নিয়মে আদালতে হাজির করে ফের কারাগারে পাঠানো হয়েছে।”

রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ