ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

Category Name: রাজনীতি
Remove URL String Output: ""
Base URL: https://www.24updatenews.com/
URL: 
Final URL: https://www.24updatenews.com/group/21

সোয়েটার নিয়ে আদালতে পলক, সন্ধ্যায় বেরিয়ে এল ‘হারানো’ ব্যাগ

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২২ ১২:৩০:১১
সোয়েটার নিয়ে আদালতে পলক, সন্ধ্যায় বেরিয়ে এল ‘হারানো’ ব্যাগ

নিজস্ব প্রতিবেদক:

কারা কর্তৃপক্ষ বলছে, ‘সব ছিল স্টোররুমে’, আইনজীবীর দাবি খণ্ডন

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আবারও আলোচনার কেন্দ্রে। এবার কারণ—কারাগারে নিজের দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ।

সোমবার (২১ এপ্রিল) আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, “জামাকাপড় না থাকায় শীতকালে কষ্টে পড়তে হবে আমাকে।”

তবে দুপুরের এই অভিযোগের জবাব মিলেছে বিকেলেই। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের কর্তৃপক্ষ জানায়—কোনো কিছুই হারায়নি, সবই রয়েছে স্টোররুমে।

কী ঘটেছিল সেদিন?

কারা সূত্র জানায়, সম্প্রতি স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পলক নিজের কিছু শীতের কাপড় স্ত্রীর হাতে দেওয়ার উদ্দেশ্যে নিরাপত্তারক্ষীর কাছে দেন। তবে অসাবধানতাবশত ব্যাগটি থেকে যায়।কারারক্ষীরা পরে ব্যাগটি পড়ে থাকতে দেখে নিয়ম অনুযায়ী সেটি স্টোররুমে জমা রাখে।

কারা কর্তৃপক্ষের ভাষ্য: “সবই নিয়ম মেনে রাখা হয়েছে”

কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন,

“পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি স্টোরে রাখা হয়। এখানে কোনো কিছু হারানোর সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “বিভিন্ন সময় আলোচনায় থাকতে পলক এমন দাবি করে থাকেন। সোয়েটার নিয়ে অভিযোগটিও তেমনই এক উদাহরণ।”

পক্ষ-বিপক্ষ বক্তব্য

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন দাবি করেন,

“আমার মক্কেল এখনও ডিভিশনের সুবিধা পাচ্ছেন না, যা তার প্রাপ্য।”

তবে কারা কর্তৃপক্ষ বলছে, জুনাইদ আহমেদ পলক প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে জেলকোড অনুযায়ী সকল সুযোগ-সুবিধাই পাচ্ছেন।

মামলার প্রেক্ষাপট

২০২৩ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে ছয়টি মামলায় ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার এবং আইনজীবী তুরিন আফরোজকেও।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ