ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

Bangladesh vs Zimbabwe:

টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই: দ্বিতীয় দিন চলছে, মাত্র ৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২১ ১৪:০২:৪৭
টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই: দ্বিতীয় দিন চলছে, মাত্র ৪ রানে পিছিয়ে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক: সিলেট, ২০ এপ্রিল – সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনে উত্তেজনার পারদ চড়ছে। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে এখন ৫২ ওভারে ১৮৭/৫, এখনো পিছিয়ে মাত্র ৪ রানে।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৯১ রানে অলআউট

প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটাররা শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে ৬১ ওভারে গুটিয়ে যায় ১৯১ রানে।

মুমিনুল হক করেছেন ৫৬ রান

নাজমুল হোসেন শান্ত ৪০

জাকের আলি ২৮

জিম্বাবুয়ের হয়ে

ওয়েলিংটন মাসাকাদজা ৩টি,

মুজারাবানি ৩টি এবং

নিউয়াচি ২টি উইকেট শিকার করেন।

জিম্বাবুয়ের ইনিংস: উইলিয়ামস-বেনেট জুটি, এরপর ধস

দিনের শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেন ব্রায়ান বেনেট।

তিনি করেন ৫৭ রান (৬৪ বলে, ১০ চার)

তবে নাহিদ রানা ও খালেদ আহমেদের দারুণ বোলিংয়ে দ্রুত উইকেট হারায় সফরকারীরা।

এই মুহূর্তে স্কোর:

জিম্বাবুয়ে: ১৮৭/৫ (৫২ ওভার)

শন উইলিয়ামস: ৫৭*

মায়াভো: ৯*

নাহিদ রানা: ৩/৫২

খালেদ আহমেদ: ১/২১

এখন কী হতে পারে?

বাংলাদেশ চাইবে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে লিড নিতে। অন্যদিকে উইলিয়ামস চেষ্টা করছেন লোয়ার অর্ডার নিয়ে লম্বা জুটি গড়তে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ