ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

Category Name: রাজনীতি
Remove URL String Output: ""
Base URL: https://www.24updatenews.com/
URL: 
Final URL: https://www.24updatenews.com/group/21
MD. Razib Ali

Senior Reporter

হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ: 'প্রথম আলোর মিথ্যা রিপোর্ট, আমাকে থামানো যাবে না

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ২০ ০০:১৯:০২
হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ: 'প্রথম আলোর মিথ্যা রিপোর্ট, আমাকে থামানো যাবে না

নিজস্ব প্রতিবেদক: রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক তীব্র প্রতিক্রিয়ায় প্রথম আলোর একটি সংবাদ প্রতিবেদনকে “তথ্যসন্ত্রাস” হিসেবে আখ্যায়িত করেছেন। প্রথম আলো তাদের এক প্রতিবেদনে হাসনাতের ‘বিলাসী জীবনযাপন’ নিয়ে প্রশ্ন তোলে। সেই প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন হাসনাত।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমি সেই সাংবাদিককে অনুরোধ করছি, আমার বাসায় এসে দেখে যান আমি কতটা বিলাসী জীবন যাপন করি।” তিনি উল্লেখ করেন, দিল্লি থেকে বসে তৈরি এই ধরনের সংবাদ দিয়ে তাকে থামানো যাবে না।

হাসনাত দাবি করেন, ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রতিষ্ঠার বিপক্ষে গিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তিনি একাই রুখে দাঁড়িয়েছেন। যদি তিনি বিলাসী জীবনযাপন করতে চাইতেন, তাহলে ভারতের র (RAW) কিংবা আওয়ামী লীগের তাবেদারি করে মন্ত্রী হওয়ার চেষ্টা করতেন। তিনি সাফ জানিয়ে দেন, “যদি বিলাসিতা চাইতাম, তাহলে আপনাদের মতো মিশে যেতাম। আমি সেটি করিনি, আর করবও না।”

ব্যক্তিগত স্বচ্ছতা নিয়েও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন হাসনাত। তিনি বলেন, “আমার ব্যাংক ব্যালেন্স, ট্যাক্স রিটার্ন সবই উন্মুক্ত। চাইলে আপনারা সেগুলো যাচাই করতে পারতেন। কিন্তু করেননি। গতকালের মিটিংয়ে এই বিষয়গুলো একবারও আলোচনায় আসেনি, অথচ আমার নামে বড় মিথ্যা ছাপানো হলো।”

তিনি আরও বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যদি কারও কাছ থেকে এক টাকাও নিয়ে থাকি, তা প্রমাণ করুন। সরকারিভাবে কিংবা বেসরকারি যেকোনো স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত হোক। প্রমাণ হলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

প্রথম আলোর ভূমিকাকে তিনি দীর্ঘদিন ধরেই ‘দেশপ্রেমিক রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যাচারের অংশ’ বলে অভিযোগ করেন। তিনি মনে করেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা মুখ খোলেন, তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এমন হামলা চালানো হয়। তিনি বলেন, “র-এর বিরুদ্ধে পোস্ট দেয়ার দুই দিনের মাথায় আমার বিরুদ্ধে এমন তথ্যসন্ত্রাস কোনোভাবেই কাকতালীয় হতে পারে না।”

সরাসরি ভারত, র এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেন, “এই সব তথ্যসন্ত্রাস আমাকে থামাতে পারবে না। যতদিন প্রাণ আছে, দিল্লির সাম্রাজ্যবাদের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমার লড়াই চলবে। আমাকে যদি মাইনাস করা হয়, আমার রাজনীতি যদি শেষ হয়—তবুও এই লড়াই বন্ধ হবে না। ইনশাআল্লাহ।”

হাসনাতের এই বক্তব্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু একটি ফেসবুক পোস্ট নয়, বরং দেশের ভেতরে বিদেশি প্রভাব এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ