ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

অসম্ভবকে সম্ভব করে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করলো যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৯ ১৯:৫৩:৪৬
অসম্ভবকে সম্ভব করে বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করলো যারা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে বাংলাদেশ নারী দল জায়গা করে নিয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে—রোমাঞ্চ, উত্তেজনা আর অঙ্কের হিসেব-নিকেশের মাঝে এলো কাঙ্ক্ষিত সেই সুখবর।

বিশ্বকাপ বাছাই পর্বে সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটের হিসাবে এগিয়ে থেকে বাংলাদেশ নিশ্চিত করেছে বিশ্বমঞ্চে জায়গা। ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ১০.৫ ওভারে ১৬৭ রান টপকে জিতলেও, সেই জয়টাও যথেষ্ট হয়নি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য।

এই ম্যাচের নাটকীয় মোড় আসে ইনিংসের ১১তম ওভারে। তখনও উইন্ডিজের সামনে সম্ভাবনা ছিল। সেই ওভারের ৫ম বলে চার মারার পর শেষ বলেও দরকার ছিল আরেকটি বাউন্ডারি, তবে সেটি হতে হতো চার নয়, ছক্কা! উইন্ডিজের ব্যাটার সেই শেষ বলটি ঠিকই ছক্কায় পরিণত করলেন, কিন্তু অদ্ভুতভাবে সেটা তাদের বিপক্ষেই গেল। কারণ প্রয়োজনীয় রান পার করলেও ওভার বেশি খরচ হয়ে গেছে, যা নেতিবাচক প্রভাব ফেলেছে নেট রানরেটে।

শেষ পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়ায় ০.৬৩, আর বাংলাদেশ এগিয়ে যায় ০.৬৪ নিয়ে। এত সামান্য ব্যবধানেই বদলে যায় বিশ্বকাপের চিত্রপট।

এই অর্জন শুধু অঙ্কের লড়াই নয়, এটা বাংলাদেশের ধারাবাহিক উন্নতির ফল। বাছাই পর্ব জুড়েই দলটি খেলেছে গোছানো ক্রিকেট, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই রেখেছে ছাপ। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে চাপ সামলানোর ক্ষমতা বাংলাদেশের মেয়েদের আলাদা করে দিয়েছে।

এই ফলাফলের মধ্য দিয়ে প্রমাণ হলো—শুধু মারকুটে ব্যাটিং নয়, কৌশল, সময়জ্ঞান আর ধৈর্যই বড় আসরে জায়গা করে নেওয়ার আসল চাবিকাঠি।

নারী বিশ্বকাপে অংশগ্রহণ মানে শুধুই আরেকটা টুর্নামেন্টে খেলা নয়, এটা বাংলাদেশের নারীদের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথচলার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ