ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলাদা বেতন স্কেলের উদ্যোগ নিয়েছে সরকার

শিক্ষা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৯ ১৯:৪৫:৫৩
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলাদা বেতন স্কেলের উদ্যোগ নিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৯ এপ্রিল) সকালে মাগুরা জেলা অডিটরিয়ামে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, "সরকার সহকারী শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল চালুর বিষয়ে কাজ করছে। আমরা আরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। বর্তমানে বিধিমালার কাজ চলছে, পাশাপাশি আরও কার্যকর নীতিমালাও তৈরি করা হচ্ছে। প্রস্তাব পাস হলে দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।"

সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামসহ প্রাথমিক শিক্ষার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই মতবিনিময় সভায় মাগুরা জেলার প্রায় ২০০টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট, ও বেতন কাঠামোসহ নানা বিষয়ে মতামত দেন।

সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, আলাদা বেতন স্কেল বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষক সমাজ আরও বেশি উৎসাহিত হবে।

মোঃ রাজিব/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ