ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বোলিং মেশিনে বল বেশি আসে” — নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, শান্তর জবাব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৯ ১৫:১২:৪৯
বোলিং মেশিনে বল বেশি আসে” — নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, শান্তর জবাব

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সবুজ মাঠে এখনো প্রথম বল গড়ায়নি, তবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ যেন শুরু হয়ে গেছে কথার লড়াই দিয়ে। সেই লড়াইয়ের কেন্দ্রে বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। গতি, আগ্রাসন আর আগুন ঝরানো বোলিংয়ে প্রতিপক্ষের আতঙ্ক হয়ে ওঠা এই তরুণকে নিয়ে হালকা সুরে কথা বলেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। আর তাতেই মাঠের বাইরে উত্তেজনার পারদ চড়িয়েছে টাইগার শিবিরে।

আগামীকাল সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে সংবাদ সম্মেলনে উইলিয়ামস বলেন, “নাহিদের গতি নিয়ে আমরা চিন্তিত নই। এমন স্পিড আগেও খেলেছি। এমনকি বোলিং মেশিনেও আরও বেশি গতির বল খেলি।”

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই মন্তব্যের জবাবে দেন দৃঢ় বার্তা। তিনি বলেন, “ম্যাচে যখন নাহিদ বল করবে আর ওরা ব্যাট করতে নামবে, তখন তাদের শরীরী ভাষা দেখলেই বোঝা যাবে—নাহিদ আসলে কতটা ভয়ংকর। ওর বল কতটা জোরে আসে, সেটাও তখনই টের পাবে সবাই।”

১৪০ কিলোমিটারের আশপাশে গতি তোলা এই পেসার এরই মধ্যে দেশের ক্রিকেটপ্রেমীদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। উইলিয়ামসের কথায় হালকা তাচ্ছিল্যের সুর থাকলেও, শান্ত জানিয়ে দিলেন—মাঠে সব জবাব মিলবে।

শুধু প্রতিপক্ষ নয়, নিজেদের লক্ষ্যও পরিষ্কার করেছেন শান্ত। বড় দল ছোট দল নয়, টাইগারদের ফোকাস স্রেফ ভালো ক্রিকেট খেলা। “প্রতিপক্ষ বড় না ছোট, সেটা ভাবার সময় এখন নয়। আমরা চাই প্রতিটি ম্যাচেই একই মনোভাব নিয়ে খেলতে—হোক সেটা জিম্বাবুয়ে, আইরিশ কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে,” বলেছেন শান্ত।

নতুন বছরের শুরুতে টেস্টে নিজেদের নতুন রূপে দেখতে চায় বাংলাদেশ। শান্ত বলেন, “সামনের পাঁচ-ছয়টা টেস্টে আমরা কিছু নতুন কিছু দিতে চাই। ইনশাআল্লাহ, সেটা সবার চোখে ধরা পড়বে।”

অন্যদিকে, আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে শিবিরও ম্যাচের আগের দিন হালকা হুমকি দিয়ে রেখেছে। দেশে প্রস্তুতি সেরে মাঠে নামার অপেক্ষায় তারা। উইলিয়ামসের কণ্ঠে স্পষ্ট ছিল আত্মবিশ্বাস, তবে টাইগাররাও প্রস্তুত সব রকম চ্যালেঞ্জ নিতে।

ম্যাচের তথ্য

প্রথম টেস্ট:

তারিখ: ২০ এপ্রিল ২০২৫

সময়: সকাল ১০টা

ভেন্যু: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

কথার লড়াইয়ে উত্তেজনা চরমে। এখন শুধু অপেক্ষা মাঠে দেখা হওয়ার। নাহিদ রানার গতি, শান্তর নেতৃত্ব আর উইলিয়ামসদের আত্মবিশ্বাস—সবকিছুর মিলন ঘটবে সিলেটের সবুজ গালিচায়। ম্যাচ বল গড়ালে আসল উত্তরের সময়।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ