ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ:

বার্সার বিপক্ষে ফাইনালে এমবাপে খেলবেন না? বড় শঙ্কায় রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৮ ২১:৫৭:৫১
বার্সার বিপক্ষে ফাইনালে এমবাপে খেলবেন না? বড় শঙ্কায় রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে হারের হতাশার মাঝেই রিয়াল মাদ্রিদ শিবিরে আরেকটি দুঃসংবাদ—গোড়ালির চোটে ফাইনাল থেকে ছিটকে পড়তে পারেন কিলিয়ান এমবাপে

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে খেলার শেষ দিকে ডেকলান রাইসের সঙ্গে সংঘর্ষে গোড়ালিতে মোচড় খেয়ে মাঠ ছাড়েন এমবাপে। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে বিদায় নেয় তারা।

বিশ্বস্ত সাংবাদিক মেলচর রুইজের দাবি, এমবাপে শুধুমাত্র আসন্ন লা লিগা ম্যাচেই নয়, আগামী সপ্তাহে গেটাফের বিপক্ষেও অনুপস্থিত থাকবেন। ২৭ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে তাঁর অংশগ্রহণ এখন অনিশ্চিত। চোটের মাত্রা একটু বাড়লেই ফাইনালে তার খেলা সম্ভব নাও হতে পারে।

বিকল্প হিসেবে কারা থাকবেন?

এমবাপে যদি ফাইনালে অনুপস্থিত থাকেন, তাহলে রদ্রিগোকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। ডানদিকে জায়গা পেতে পারেন ব্রাহিম দিয়াজ। তরুণ এন্দ্রিক আছেন দলে, তবে শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তুরস্কের আর্দা গুলার নিয়মিত শুরুতেই সুযোগ পাচ্ছেন না, তাকেও রাখা হতে পারে বেঞ্চেই।

এমবাপে এলেও বিতর্ক কম নয়

চলতি মৌসুমে এমবাপে রিয়ালের হয়ে ৪৯ ম্যাচে ৩২টি গোল করলেও তাঁর আগমনের পর দলের রণকৌশলে পরিবর্তন এসেছে। আগে যেখানে বেলিংহ্যাম, ভিনিসিয়ুস এবং রদ্রিগোকে সামনে রেখে ৪-৪-২ ফর্মেশনে খেলত রিয়াল, সেখানে এখন ৪-৩-৩ ফর্মেশন ব্যবহৃত হচ্ছে। এর ফলে বেলিংহ্যামকে খেলতে হচ্ছে কিছুটা নিচে, যার ফলে তার পারফরম্যান্সে প্রভাব পড়ছে।

এছাড়া গুঞ্জন রয়েছে, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের জন্য বড় অঙ্কের প্রস্তাব পেলে তাকে ছাড়তে প্রস্তুত। ফলে ভবিষ্যতেও আক্রমণভাগে বড় রদবদল আসার সম্ভাবনা রয়েছে।

লা লিগায় পয়েন্ট হারানোর সুযোগ নেই

বর্তমানে লা লিগায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে চার পয়েন্টে। এই সপ্তাহে বার্সেলোনা জয় পেলে ব্যবধান দাঁড়াবে সাত পয়েন্টে। এমন অবস্থায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের ম্যাচ হয়ে উঠেছে আরেকটি ফাইনালের মতো।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ