আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটবিশ্বে বর্তমানে ‘ফ্যাব ফোর’ হিসেবে পরিচিত চার ব্যাটসম্যান—বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসন। তবে এই তারকাদের যুগের পর কাদের হাত ধরে ক্রিকেটের ভবিষ্যৎ তৈরি হবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে নিজের ভাবনার কথা জানিয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার উইলিয়ামসন।
বর্তমানে ভারতের আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে যুক্ত থাকা উইলিয়ামসন এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাঁচ তরুণ প্রতিভাবান ক্রিকেটারের নাম তুলে ধরেন, যাঁরা আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাতে পারেন বলে মনে করেন তিনি।
তার তালিকায় আছেন—
যশস্বী জয়সওয়াল (ভারত)
শুভমন গিল (ভারত)
রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
হ্যারি ব্রুক (ইংল্যান্ড)
ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)
উইলিয়ামসনের মতে, এরা সবাই কেবল প্রতিভাবানই নন, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দক্ষতার প্রমাণও ইতিমধ্যে রাখতে শুরু করেছেন। তিনি বলেন, "এই পাঁচজন আগামী দিনের বড় নাম হতে যাচ্ছে। ওদের ব্যাটিং দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং ধারাবাহিকতা আমাকে মুগ্ধ করেছে।"
সাক্ষাৎকারে ভক্তদের প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন উইলিয়ামসন। এক ভক্ত জানতে চান— যদি আপনি অন্য কোনো ব্যাটসম্যানের একটি শট নিজের করতে পারতেন, তবে সেটা কোনটি হতো? উত্তরে উইলিয়ামসন বলেন, "আমি বিরাট কোহলির লেগসাইড ফ্লিক শটটা নিতে চাইতাম। ওটা অসম্ভব রকমের স্টাইলিশ ও চোখ ধাঁধানো।"
নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব ফেলেছে এমন কোনো কিংবদন্তির নামও জানান উইলিয়ামসন। অকপটে স্বীকার করেন, শচীন টেন্ডুলকার ছিলেন তার ক্রিকেটজীবনের প্রধান অনুপ্রেরণা। তিনি বলেন, “শচীন একজন জীবন্ত কিংবদন্তি। আমি ছোটবেলায় ওনার খেলা দেখেই বড় হয়েছি। একই মাঠে ওকে খেলতে দেখাটা এখনও দারুণ এক অনুভূতি।”
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- আবারও বদলে গেল সোনার বাজারদর, বৃহস্পতিবার থেকে কার্যকর নতুন মূল্য
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা