ফরহাদ মজহার: “বর্তমান সরকার বৈধ নয়

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের বৈধতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তাঁর ভাষায়, “এই সরকার নয়, বরং সংবিধানই অবৈধ। কারণ এই সংবিধান থেকেই ফ্যাসিবাদ জন্ম নিয়েছে।” তিনি স্পষ্ট করে বলেন, “এই সংবিধানের অধীনে গঠিত সরকারকে আমি বৈধ মনে করি না।”
শুক্রবার, ১৮ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত ‘জাতীয় সংস্কৃতি : প্রেক্ষিতে নতুন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইমাজিনেক্সট ফাউন্ডেশন।
ফরহাদ মজহার বলেন, “গণঅভ্যুত্থানের সুযোগ থাকলেও আমরা নতুন রাষ্ট্র গঠনের দিকে এগোইনি। বরং শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বহাল রাখা হয়েছে। আমি জনগণের পক্ষেই কথা বলি। সরকারের পক্ষে থাকার প্রশ্নই আসে না। সকল ফ্যাসিবাদের বিরুদ্ধেই লড়াই চলবে।”
সংবিধান বনাম গঠনতন্ত্র: জনগণ কোথায়?
ফরহাদ মজহার বলেন, “সংবিধান মানে আইন। সেটা তৈরি করে ঔপনিবেশিক শাসকরা। আর গঠনতন্ত্র তৈরি করে জনগণ নিজেদের অংশগ্রহণের মাধ্যমে। আপনি যদি মাফিয়া শ্রেণির পক্ষে থাকেন, আপনি একটা শাসনতন্ত্র বানাবেন, আর সেই আইন দিয়ে সাধারণ মানুষকে শোষণ করবেন। তখন সংবিধান হয়ে ওঠে শোষণের অস্ত্র।”
তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের অংশগ্রহণে তৈরি গঠনতন্ত্র। যেখানে সকল শ্রেণির মানুষ নিজেকে দেখতে পায়।”
ফ্যাসিবাদের বিরুদ্ধে সংস্কৃতি
“সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদের বিরোধিতাই আমাদের মূল সংস্কৃতি”– বলেন ফরহাদ মজহার। তিনি বলেন, “আমরা জাতিবাদের বিপক্ষে, সেটা বাঙালি হোক বা ধর্মীয় জাতিবাদ। ইসলামে জাতিবাদের কোনো স্থান নেই।”
পয়লা বৈশাখ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, “এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই অংশগ্রহণ করে। এভাবেই একটি রাজনৈতিক জনগোষ্ঠীর জন্ম হয়—এটাই জাতি।”
সরোয়ার তুষারের ভিন্নমত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, “বর্তমান সরকার ভোটের মাধ্যমে না এলেও একে জনসমর্থনহীন বলা যায় না। ৭০ শতাংশের বেশি মানুষের সমর্থন রয়েছে এই সরকারের প্রতি। অতীতে ৩০-৩৫ শতাংশ ভোটেই সরকার গঠিত হয়েছে।”
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটি বক্তব্যের সমালোচনা করে বলেন, “আপনি বলছেন, ডিসেম্বরের পরে নির্বাচন হলে দেশে বিশৃঙ্খলা হবে। যদি সরকার নির্বাচন মার্চে করে, আর বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, তাহলে এর দায়ভার কাদের?”
হুমায়ুন কবিরের পর্যবেক্ষণ
সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, “আমার সংস্কৃতি যত শক্তিশালী হোক, তা যদি বাইরের সংস্কৃতির সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে না পারে, তাহলে আমাদের ভাবনার জায়গা আছে। আমাদের সংস্কৃতিকে আকর্ষণীয় করে তুলতে হবে বৈশ্বিক দর্শকের কাছে।”
আয়োজন ও উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সঞ্চালনায় ছিলেন ইমাজিনেক্সট ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ ইমতিয়াজ। ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ফিরোজ। আরও বক্তব্য দেন শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম।
এই গোলটেবিল আলোচনা শুধুমাত্র রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্র ছিল না, বরং রাষ্ট্র ও সংস্কৃতি নিয়ে নতুনভাবে ভাবার প্ল্যাটফর্ম তৈরি করেছে। ফরহাদ মজহারের বক্তব্যে বারবার উঠে এসেছে প্রশ্ন—“সংবিধান মানেই কি ফ্যাসিবাদ?” এর উত্তর আজকের সময়েই খুঁজে বের করতে হবে।
ফারুক/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- আবারও বদলে গেল সোনার বাজারদর, বৃহস্পতিবার থেকে কার্যকর নতুন মূল্য
- ওয়ানডে ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিনিয়োগকারীদের জন্য নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা