অবশেষে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা শেষে আবারও টিভি পর্দায় ফিরছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমি নিশ্চিত করেছেন, খুব শিগগিরই আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।
২০১৮ সালে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকটি তরুণ সমাজের দৈনন্দিন জীবনের হাস্যরসাত্মক চিত্র তুলে ধরে দ্রুতই দর্শকদের হৃদয় জয় করে নেয়। শেষবার ২০২১ সালে প্রচারিত হয় ‘সিজন ৪’। এরপর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন—"নতুন সিজন কবে আসছে?"
নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই আড়াই বছরে যত পোস্ট, অনুষ্ঠান বা জনসমাগম হয়েছে, প্রতিবারই দর্শকরা ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের জন্য অনুরোধ করেছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই এবার পঞ্চম সিজন নিয়ে আসছেন নির্মাতা।
সম্প্রতি ‘ব্যাচেলর পয়েন্ট ৫ নাকি ফিমেল ৫ আগে দেখতে চান?’—এই প্রশ্ন তুলে নির্মাতা ও তার টিম একটি ফেসবুক পোস্ট দেন। সেখানে প্রায় দুই লাখ মন্তব্যের মধ্যে ৯০ শতাংশ দর্শকই ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পক্ষে মত দেন।
এই বিপুল চাহিদার প্রেক্ষিতেই বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক পেজে অমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আসছে।
চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল আরেফিন অমি বলেন,
“আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে নতুন সিজন চাচ্ছেন। তাদের এই ভালোবাসা ও আগ্রহকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই।”
তিনি আরও জানান, ভবিষ্যতে সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও তার আগে ৮-১০ মাসের প্রস্তুতির প্রয়োজন। তাই তার আগেই তিনি দর্শকদের জন্য ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ উপহার দিতে চান।
নতুন সিজনের শুটিং পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে প্রচার শুরু হবে—এ সম্পর্কিত বিস্তারিত ঘোষণা শিগগিরই বড় পরিসরে জানানো হবে বলে নিশ্চিত করেন নির্মাতা।
দর্শকদের বহুল প্রত্যাশিত এই সিজনে আগের তারকাদের দেখা যাবে কি না, নতুন কোনো চরিত্র আসবে কি না—তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে যাই হোক, ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য এ যেন এক আনন্দবার্তা।
দর্শক এখন শুধু অপেক্ষায়—কবে পর্দায় ফিরবে শিমুল, নেহাল, পলাশ আর কাবিলাদের সেই মজার দিনগুলো।
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ