ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এক বছরের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৭ ১২:৪০:৫২
এক বছরের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ, হ্যাম্পশায়ারের বাঁ-হাতি পেসার ও অভিজ্ঞ অলরাউন্ডার কেইথ বার্কার এবার মাঠের বাইরে। নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ডোপ কেলেঙ্কারির এই ঘটনাটি যেন তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এনে ফেলেছে অকাল ঝড়।

কী ঘটেছিল?

২০২৪ সালের মে মাসে এক ডোপ টেস্টে পজিটিভ হন বার্কার। এরপর জুলাইয়ে দ্বিতীয় পরীক্ষায় তার শরীরে ধরা পড়ে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (WADA) নিষিদ্ধ তালিকায় থাকা একটি উপাদান।বিস্তারিত তদন্ত শেষে ২০২৫ সালের ৫ মার্চ, ইসিবির অ্যান্টি-ডোপিং নীতিমালার দুটি ধারা লঙ্ঘনের কথা স্বীকার করেন তিনি।

নিষেধাজ্ঞার কার্যকারিতা ধরা হয়েছে ২০২৪ সালের ৪ জুলাই থেকে, যা চলবে একটানা ১২ মাস।

"ওষুধ ছিল, ইচ্ছা ছিল না" — দাবি বার্কারের

বার্কার জানান, তিনি উচ্চ রক্তচাপের চিকিৎসায় একটি বিকল্প ওষুধ গ্রহণ করেছিলেন। কিন্তু সেটি অন知らেই ছিল WADA-এর নিষিদ্ধ তালিকায়।রিভিউ প্যানেলও বিষয়টিকে ‘প্রশাসনিক ত্রুটি’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, বার্কার ইচ্ছাকৃতভাবে আইন ভাঙেননি, এবং এতে কোনো পারফরম্যান্স সুবিধাও নেননি।

মাঠের পারফরম্যান্স বলছে অনেক কিছু

প্রথম শ্রেণির ক্রিকেটে: ১৬৭ ম্যাচে ৫৩৩ উইকেট, সঙ্গে ৫৪৫০ রান

সর্বশেষ মৌসুমে: কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২৪.৩৭ গড়ে ১৬ উইকেট

৩৮ বছর বয়সেও ছিলেন দলের নির্ভরযোগ্য এক সৈনিক। সেই পথেই হঠাৎ থামার বার্তা দিল নিষেধাজ্ঞা।

আবেগঘন প্রতিক্রিয়ায় বার্কার

নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর বার্কার বলেন:

"গত নয় মাস ছিল জীবনের সবচেয়ে কঠিন সময়। শুনানির প্রতিটি দিন মনে হয়েছে আমি জেলে আছি। আজকের রায় যেন আমার পুরো ক্যারিয়ার শেষ করে দিল। আমি যেই খেলাটিকে ভালোবেসেছি, সেখানে ফিরতে না পারার যন্ত্রণা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না।"

তিনি আরও বলেন,

"আমার পাশে থাকার জন্য হ্যাম্পশায়ার পরিবার এবং যারা বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।"

হ্যাম্পশায়ারের প্রতিক্রিয়াও আবেগময়

ক্লাবের ক্রিকেট পরিচালক গাইলস হোয়াইট বলেন:

"এই শাস্তি আমাদের জন্য খুবই হতাশাজনক। এটা ইচ্ছাকৃত কিছু ছিল না, বরং এক অনিচ্ছাকৃত ভুলের ফল। কেইথ বার্কার শুধু মাঠে নয়, ড্রেসিং রুমেও ছিলেন অনুপ্রেরণা। জুলাইয়ের পর আমরা তাকে মাঠে ফিরে পেতে চাই।"

তবে কী এখানেই শেষ বার্কারের ক্রিকেট অধ্যায়?

এই প্রশ্ন এখন অনেকের মনে। এক বছরের নিষেধাজ্ঞা মানে এক বিশাল শূন্যতা। বয়সের কাঁটা এখন ৩৮, ফিরে আসা কতটা সম্ভব?

তবে ক্রিকেট বিশ্ব অনেকবার প্রত্যাবর্তনের গল্প দেখেছে। কেইথ বার্কার কি হবেন আরেকটি অনুপ্রেরণার নাম? উত্তর সময়ই দেবে।

ফারুক/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ