ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

প্রথম দুই ম্যাচেই ৬ উইকেট! পিএসএলে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৭ ১০:৩২:৪০
প্রথম দুই ম্যাচেই ৬ উইকেট! পিএসএলে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়ে নিয়েছেন ৬ উইকেট। আর এই পারফরম্যান্সে তিনি গড়ে ফেলেছেন এক অনন্য কীর্তি—যা পিএসএলে শেষ দেখা গিয়েছিল ৯ বছর আগে, অর্থাৎ ৩ হাজার ৩৪৯ দিন আগে।

পিএসএলের ইতিহাসে অভিষেকের প্রথম দুই ম্যাচেই তিন বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল কেবল একজনের দখলে—নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট। ২০১৬ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম দুই ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। রিশাদ সেই কীর্তিতে ভাগ বসালেন মাত্র এক উইকেট কম নিয়ে, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন।

দুই ম্যাচে দুর্দান্ত রিশাদ

রিশাদের অভিষেক ম্যাচ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। সেই ম্যাচে তিনি তুলে নেন রাইলি রুশো, মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট। রান দেন ৩১।

পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে তিনি আরও বিধ্বংসী। উইকেট নেন শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদির। দুই ম্যাচ মিলিয়ে তার ঝুলিতে এখন ৬ উইকেট।

এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি মাথায় তুলে নিয়েছেন পিএসএলের মর্যাদাপূর্ণ ফজল মাহমুদ ক্যাপ, যা আসরের সর্বোচ্চ উইকেটশিকারীকে দেওয়া হয়।

বিদেশিদেরও নজরে রিশাদ

রিশাদের বোলিং দেখে শুধু দেশীয় ভক্ত নয়, বিদেশি ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররাও প্রশংসা করছেন। ইংল্যান্ডের এক সাবেক ক্রিকেটার জানান, “এই ছেলেটির মধ্যে আন্তর্জাতিক মানের স্পিনারের সব গুণ আছে। খুব দ্রুত নজর কাড়ছে তার বোলিং স্টাইল।”

সামনে আরও বড় মঞ্চ

রিশাদ হোসেনের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল, মুলতান সুলতানসের বিপক্ষে। সামনে সুযোগ আছে পিএসএলে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার। অভিষেক মৌসুমেই তিনি হয়ে উঠতে পারেন পিএসএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।

অল্প সময়েই নিজের জাত চেনাতে শুরু করেছেন রিশাদ হোসেন। তার স্পিন জাদুতে যেন নতুন করে জেগে উঠছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ