ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আবারও বদলে গেল সোনার বাজারদর, বৃহস্পতিবার থেকে কার্যকর নতুন মূল্য

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ এপ্রিল ১৬ ২৩:১৬:০৯
আবারও বদলে গেল সোনার বাজারদর, বৃহস্পতিবার থেকে কার্যকর নতুন মূল্য

নিজস্ব প্রতিবেদক: আকাশছোঁয়া স্বর্ণের দামে যেন নেই থামার নামগন্ধ। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, যেন সোনার টানে পকেটেই লেগে যাচ্ছে আগুন। প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম এবার এক লাফে বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। নতুন দামে প্রতি ভরি এখন বিক্রি হবে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবী স্বর্ণের দর বাড়ায় দেশেও মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে এই নতুন দর কার্যকর হবে দেশের সব স্বর্ণের দোকানে।

স্বর্ণের নতুন দর (প্রতি ভরি)

২২ ক্যারেট – ১,৬৫,২০৯ টাকা

২১ ক্যারেট – ১,৫৭,৬৯৭ টাকা

১৮ ক্যারেট – ১,৩৫,১৭৪ টাকা

সনাতন পদ্ধতি – ১,১১,৬৫৯ টাকা

স্বর্ণের ঝলকে যারা চোখ ধাঁধানো ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য হয়তো এবার চিন্তার ভাঁজ একটু গাঢ় হবে। তবে বাজুস বলছে, বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়েই এ সিদ্ধান্ত।

রুপার রাজ্যে শান্তি, নেই কোনো পরিবর্তন

সোনার দরবৃদ্ধির বিপরীতে রুপা আছে নিজ গৌরবেই। কোনো পরিবর্তন হয়নি রুপার দামে।

২২ ক্যারেট রুপা – ২,৫৭৮ টাকা

২১ ক্যারেট রুপা – ২,৪৪৯ টাকা

১৮ ক্যারেট রুপা – ২,১১১ টাকা

সনাতন পদ্ধতি – ১,৫৮৬ টাকা

স্বর্ণের বাজারে এমন টানা ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে। অনেকেই ভাবছেন, গয়নার স্বপ্ন কি তবে এখন শুধুই বিলাস?

মো: ফারুক/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ